লকডাউনের মাঝে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য বালুরঘাটে

 

  • মদের নেশা ছিল তাঁদের
  • একই দিনে মারা গেলেন দুইভাই
  • মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
  • বালুরঘাটের ঘটনা
     

Asianet News Bangla | Published : May 4, 2020 8:32 AM IST

লকডাউনের বাজারে নেশা করতে গিয়েই কি ঘটল বিপত্তি? দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: মাওবাদী নেতার পর্দা ফাঁস, হুগলি-মঠের পুরোহিতকে কাকভোরে গ্রেফতার করল দিল্লি পুলিশ

একজন হোমিওপ্যাথি চিকিৎসক, আর একজন সরকারি কর্মচারী। বালুরঘাট শহরের চকভবানী এলাকায় একই বাড়িতে থাকতেন নিশীথ ঘোষ ও তাঁর ছোটভাই বিপ্লব। দু'জনেই বিবাহিত। পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার সকালে বেশ কয়েকবার বমি করেন বিপ্লব। বিকেলে বমি শুরু হয় নিশীথেরও। এরপর আর ঝুঁকি নেননি, দুই ভাইকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে দিয়েছে। রাতে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার সকালে খবর পেয়ে মৃতদের বাড়িতে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।

আরও পড়ুন: ৫০ বছর বন দফতরের হয়ে কাজের রেকর্ড, চলে গেল মধুবালা

আরও পড়ুন: হাবড়ায় মহিলাকে 'ধর্ষণ করে খুন', নলিকাটা দেহ মিলল জঙ্গলে

কীভাবে মারা গেলেন দুই ভাই? স্থানীয় বাসিন্দাদের দাবি, নিশীথ ও বিপ্লবের মদের নেশা ছিল। প্রায়শই বাড়িতে দুই ভাই একসঙ্গেই মদ্যপান করতেন। বস্তুত, ঘটনার আগের দিন রাতেও নেশার আসর বসেছিল বলে শোনা যাচ্ছে। তার জেরেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা? তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

Share this article
click me!