Union Budget 2022 : আগামী ২৫ বছরে কোথায় গিয়ে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি, বড় ঘোষণা নির্মলার

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোতসব নিয়েও একাধিক নতুন ঘোষণা থাকছে এবারের বাজেটে। আগামীতে স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছরের মাথায় ভারত কোথায় গিয়ে দাঁড়বে সেই বিষয়ে প্রাথমিক দিশা দেখাবে এবারের বাজেট।  

অবশেষে হয়ে গিয়েছে প্রতীক্ষার অবসান। নির্ধারিত সূচি মেনেই মঙ্গলবার সকাল ১১টায় বাজেট অধিবেশন (Union Budget 2022) শুরু হয়ে গেল সংসদে। এদিকে এদিন বাজেট পেশের শুরুতে দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধির লক্ষ্যে আরও একাধিক বিষয়ে বিশেষ ঘোষণা করতে দেখা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Finance Minister Nirmala Sitharaman)। একইসঙ্গে করোনা সঙ্কটকালে যার অর্থনীতির সঙ্কটের কারণে চাপে পড়েছেন তাদে প্রতিও সমবেদনা জানান অর্থমন্ত্রী। এমনকী ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোতসব নিয়েও একাধিক নতুন ঘোষণা থাকছে এবারের বাজেটে। আগামীতে স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছরের মাথায় ভারত কোথায় গিয়ে দাঁড়বে সেই বিষয়ে প্রাথমিক দিশা দেখাবে এবারের বাজেট। 


এদিন বাজেট অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "আমরা সাধারণ মানুষকে বাড়ি, ইলেকট্রিসিটি, গ্যাস ইত্যাদি দিয়ে আর্থিক ভীত শক্ত করেছি। মধ্যবিত্তের জ্বালা-যন্ত্রণার উপরেও বিশেষ নজর দিয়েছে সরকার।"  একইসঙ্গে আগের বাজেট নিয়ে এদিন বিশেষ বক্তব্য রাখতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এমননকী আগের বাজেটের হাত ধরে কী ভাবে ভারত এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে বিশেষ একাধিক তথ্য তুলে ধরেন তিনি। আগামী ৫ বছরে কী ভাবে ভারতীয় অর্থনীতি এগিয়ে যাবে তা নিয়ে একাধিক নতুন ঘোষণা করেন তিনি। 
আরও পড়ুন-প্রতীক্ষার অবসান, অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী
আরও পড়ুন-করোনা টিকাকরণে দেশকে নতুন দিশা দেখাচ্ছে কিশোর-কিশোরীরা, উচ্ছ্বসিত প্রশংসা মোদীর

Latest Videos

একইসঙ্গে প্রারম্ভিক ভাষণের শুরুতে নির্মলা বলেন, "বিনিয়োগ টানাই এখন সরকারের মূল লক্ষ্য। এখন ভালো সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে। আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি। আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি। দ্রুততার সঙ্গে ভারত তার অর্থনীতির ভীত শক্ত করছে। ১০০ বছরে ভারত কোথায় দাঁড়াবে তার রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে পরিকাঠামো নির্মানে জোর দেবে সরকার। পিএম গতিশক্তির মধ্য দিয়ে রেল, বিমান পরিষেবার আরও উন্নতি হবে। মধ্যবিত্তের জীবন-যন্ত্রণা দূর করার পাশাপাশি গরীবদের জীবনে বদল আনাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর উপরে জোর দিচ্ছি। এই বাজেটেই রয়েছে আগামী ২৫ বছরে দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধির ব্লুপ্রিন্ট।" 
আরও পড়ুন- বাজেট অধিবেশনের শুরুতে থাকছে না 'জিরো আওয়ার' সেশন, কেন আচমকা সিদ্ধান্ত বদল কেন্দ্রের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee