মুম্বই থেকে আসছে ডাক! হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পেলেন রানু

swaralipi dasgupta |  
Published : Aug 14, 2019, 08:04 PM IST
মুম্বই থেকে আসছে ডাক! হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পেলেন রানু

সংক্ষিপ্ত

মাত্র একটি ভাইরাল ভিডিওয় রাতারাতি জীবন বদলে গিয়েছে রানাঘাটের রানুর  কিছুদিন আগেও রানাঘাট স্টেশনে ভিখারিনীর বেশে দেখা যেত মহিলাকে এখন তিনি ইন্টারনেটে ভাইরাল 

মাত্র একটি ভাইরাল ভিডিওয় রাতারাতি জীবন বদলে গিয়েছে রানাঘাটের রানুর। কিছুদিন আগেও রানাঘাট স্টেশনে ভিখারিনীর বেশে দেখা যেত মহিলাকে। এখন তিনি ইন্টারনেটে ভাইরাল। 

আরও পড়ুনঃ স্টেশনের ভিখারিনীর গাওয়া গান ভাইরাল! রানাঘাটের রানু রাতারাতি জনপ্রিয়

এতদিন তাঁর কাছে কোনও পরিচয়পত্রও ছিল না। স্বামী সন্তান চলে যাওয়ার পর থেকে অসহায় ভাবে দিন কাটিয়েছেন নদিয়ার রানাঘাট বেগোপাড়ার বাসিন্দা রানু মণ্ডল।  কিন্তু এখন তিনি মুম্বইয়ের রেকর্ডিং স্টুডিও থেকে ডাক পাচ্ছেন। কিন্তু পরিচয়পত্রের অভাবে সেখানে যেতে পারছেন না তিনি। তাই রানাঘাট ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ বুধবার তাঁর হাতে পরিচয়পত্র তুলে দিলেন। 

এদিন কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানেই লতা কণ্ঠী রানু মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় পরিচয়পত্র। এর সঙ্গে তাঁকে সম্বর্ধনা ও জামা কাপড় তুলে দেওয়া হয়। রানু এই সমস্ত কিছু ফিরে পেয়ে খুশি। ২ নম্বরের ব্লকের আধিকারিক জানান, খুব শীঘ্রই তাঁর হাতে আধার কার্ডও তুলে দেওয়া হবে, যাঁতে তার কোনও অসুবিধা না হয়। এদিন সকলের সামনে গানও গাইলেন রানুদেবী।

PREV
click me!

Recommended Stories

Sandeshkhali : টার্গেট সাক্ষী? ড্রাইভার কে? নেপথ্যে সবিতা ও মোসলেম! নয়া মোড় শুভেন্দুর মন্তব্যে
Sandeshkhali Accident : 'বাবাকে ফলো করছিল লরিটা' লরির চালক শাহজাহানের কে হয়? বলেদিলেন ভোলা ঘোষের ছেলে!