প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিশ্বভারতী আসতে পারেন মোদী, থাকতে পারেনও রাজ্যপালও

  • ৯ পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস
  • উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপালও
  • প্রতিষ্ঠা দিবসে কী পরিকল্পনা নিয়েছে বিশ্বভারতী

Asianet News Bangla | Published : Dec 2, 2020 4:12 PM IST / Updated: Dec 02 2020, 09:45 PM IST

বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কী আসতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামী ৯ পৌষ বিশ্বভারতীর অনুষ্ঠান। ওই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা করছে বিশ্বভারতী। শুধু তাই নয়, থাকতে পারেন বিশ্বভারতীর প্রধান রাজ্যপালও।

আরও পড়ুন-'আর নয় অন্যায়', তৃণমূলের বিরোধিতায় পালটা কর্মসূচি বিজেপির

Latest Videos

সূত্রের খবর, আসন্ন পৌষ মেলা নিয়ে একটি বৈঠক করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। সেখানেই বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ নিয়ে বিশেষ আলোচনা করা হয়। অন্যদিকে, করোনা পরিস্থিতিতে কীভাবে পৌষ মেলা পরিচালনা করা যায় তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল এই বৈঠকে।

আরও পড়ুন-ছেলে নেই কেন, পরপর দুটি কন্যা সন্তান, স্বামীর বেধড়ক মারে মাথা ফাটল স্ত্রীর

১৯২১ সালে প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বভারতীর। তাই ২০২১ প্রতিষ্ঠা শতবর্ষ হিসেবে পালন করছে বিশ্বভারতী। এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৮ পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় শিক্ষামমন্ত্রী সহ একাধিক মন্ত্রী আসতে পারেন ওই অনুষ্ঠানে।

Share this article
click me!

Latest Videos

'আমি আর মুখ দেখাতে আসব না যদি...' বন্যা দুর্গতদের সামনে দাড়িয়ে চরম কথা বললেন Suvendu Adhikari
ত্রাণ-ওষুধ নিয়ে Keshpur-এ বানভাসী মানুষদের পাশে RG Kar-এর জুনিয়র ডাক্তাররা | Keshpur Flood |
ডিভিসির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিন্ন নিয়ে উদ্বিগ্ন বর্ধমানের চাষীরা, দেখুন কী বলছেন তাঁরা | DVC
আরামবাগের খানাকুলে বন্যা দুর্গতদের পাশে শুভেন্দু, ক্ষতিয়ে দেখলেন গোটা এলাকা | Suvendu Adhikari
আন্দোলনের মঞ্চ ছেড়ে সোজা জরুরি পরিষেবায়! অনেকটাই স্বাভাবিক হল RG Kar | RG Kar News | Junior Doctors