সংক্ষিপ্ত

  • কর্মসূচি নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির টক্কর  
  • 'আর নয় অন্যায়' কর্মসূচি নিয়ে পথে বিজেপি
  • ভোটের আগে জনসংযোগে জোর গেরুয়া শিবিরের
  • তৃণমূলের বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ বিজেপির

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-বিধানসভা ভোটের আগে প্রচার কর্মসূচি নিয়ে জোর টক্কর তৃণমূলের সঙ্গে বিজেপি। শাসকদল তৃণমূল যখন জনসংযোগ বৃদ্ধি করতে 'চলুন মাস্টারমশাই বাড়ি বাড়ি', 'দুয়ারে-দুয়ারে' এই কর্মসূচি নিয়েছে। তখন বিজেপি নবান্ন দখলের লড়াইয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই কর্মসূচি নিল 'আর নয় অন্যায়'। 

আরও পড়ুন-ছেলে নেই কেন, পরপর দুটি কন্যা সন্তান, স্বামীর বেধড়ক মারে মাথা ফাটল স্ত্রীর

করোনাভাইরাস, আমপান সহ বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ বলে আগেই অভিযোগ তুলেছিল বিজেপি। অআগামী বিধানসভা ভোটেলর আগে সেইসব ইস্যুকগুলিকেই সামনে রেখে পথে নামল গেরুয়া শিবির। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বাইক র্যালি করল বিজেপি।

আরও পড়ুন-কাঁটাতার টপকে গরু পাচারের চেষ্টা, বাংলাদেশ সীমান্তে গুলি চালাল বিএসএফ

উত্তর ২৪ পরগনার হাবড়া, গোবরডাঙা এলাকায় এদিন বাইক মিছিল করে বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্য়ায়, বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। বারাসত সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে হাবড়া বিধানসভার চোংদা মোড় থেকে দুপুর একটা নাগাদ শুরু হয় বাইক র্যালি। বাইক মিছিল গিয়ে শেষ হল হাবড়ার বাণীপুর চৌমাথায়। মিছিল শুরুর আগে সাদা পায়রা উড়িয়ে মিছিল শুরু করে বিজেপি নেতৃত্বরা।