আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায়, যুবকের কীর্তিতে গৃহবন্দি বধূ

Published : Jun 18, 2019, 02:39 PM IST
আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায়, যুবকের কীর্তিতে গৃহবন্দি বধূ

সংক্ষিপ্ত

নদিয়ার শান্তিপুরের ঘটনা গৃহবধূর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ অশালীন ভাষার সঙ্গে কুরুচিকর শব্দের ব্যবহার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, তার সঙ্গে অশ্লীল গালিগালাজ। যার জেরে মানসিক ভাবে বিপর্যস্ত এক গৃহবধূ। পরিস্থিতি এমনই যে শেষ পর্যন্ত আত্মহত্যার কথাও ভাবছেন ওই গৃহবধূ। 

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিরপুর এলাকায়। এক গৃহবধূর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সুপার ইম্পোজ করা তাঁর কিছু ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে অভিযোগ ওই গৃহবধূর। সূত্রের খবর, ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরেই রাস্তায় দেখলে কুরুচিকর মন্তব্য করত  অয়ন কর নামে এলাকার এক যুবক। অভিযোগ, যুবকের অভব্যতা চরম পর্যায়ে পৌঁছলে গত ১০ জুন শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ এবং তাঁর স্বামী। 

তাঁদের অবশ্য অভিযোগ, এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় হেনস্থা চালিয়ে যাচ্ছে ওই যুবক। মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূ বলেন, 'আমি লজ্জায় রাস্তায় বেরোতে পারছি না। প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয়, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় নেই।' তবে কী কারণে ওই যুবক এমন আচরণ করছে, তাও জানা নেই বলেই দাবি গৃহবধূর। শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে অবশ্য অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 
 

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের
'বাংলার ফুটবল ইতিহাসে আজ কলঙ্কময় দিন', যুবভারতীর ঘটনায় তীব্র নিন্দা সুকান্তর