'সোনার বাংলা' গড়তে তৃণমূলের বহিষ্কৃতদের বিজেপিতে আহ্বান সৌমিত্রর

পুরভোটের শনিবাসরীয় প্রচারে চমক দিলেন সৌমিত্র। এদিন সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ঝুমা গোলদার ঘোষের সমর্থনে প্রচারে সামিল হয়েছিলেন তিনি। টোটোতে করে প্রচার সারতে দেখা গিয়েছে তাঁদের। 

পুরভোটের (WB Municipal Election 2022) প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশের পর থেকেই চলছে জেলায় জেলায় শুরু হয়েছে অসন্তোষ। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা-কর্মীদের (TMC Leader)। এমনকী, দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অনেকেই। আর সেই সব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করছে তৃণমূল (TMC)। এবার সেই নেতাদেরই বিজেপিতে (BJP) যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে অভিনব প্রচারও (Vote Campaign) সারেন তিনি। 

সৌমিত্রর অভিনব প্রচার
পুরভোটের শনিবাসরীয় প্রচারে চমক দিলেন সৌমিত্র। এদিন সোনামুখী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ঝুমা গোলদার ঘোষের সমর্থনে প্রচারে সামিল হয়েছিলেন তিনি। টোটোতে করে প্রচার (Vote Campaign in Toto) সারতে দেখা গিয়েছে তাঁদের। তবে সেই টোটোতে চালকের আসনে বসেছিলেন সৌমিত্র নিজেই। আর যাত্রীর আসনে প্রার্থীকে বসিয়েছিলেন তিনি। এভাবেই গোটা এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে দেখা গিয়েছে তাঁদের।

Latest Videos

আরও পড়ুন- ফের বিধানসভার অধিবেশন ঘিরে জল্পনা, রাজ্যের পাঠানো সুপারিশ কী কারণে ফেরত পাঠালেন ধনখড়

তৃণমূলের বহিষ্কৃতদের বিজেপিতে আহ্বান
প্রচারের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র বলেন, "তৃণমূল কাউকেই কিছু দিতে পারে না। ওরা শুধু তোলাবাজি, দুর্নীতির সরকার চালায়। তৃণমূল কংগ্রেস কোনও পার্টি নয়, ওটা প্রপার্টি। মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল দলটা চালায়। যাঁরা বহিষ্কৃত হয়েছেন তাঁদের আমরা বলব নির্দল ভোটে নয়, সরাসরি বিজেপিতে আসুন। সোনার বাংলা তৈরি করি, সোনার সোনামুখী তৈরি করি, সোনার বাঁকুড়া তৈরি করি। আমরা সেই আবেদন জানাব নির্দল প্রার্থীদের কাছে। আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। চলুন নতুনভাবে এগিয়ে যাই।"

আরও পড়ুন- কংগ্রেস গড় ভাঙতে তৈরি তৃণমূলের মহিলা টিম, কৌশলী চাল মমতার

'চুরি করাই তৃণমূলের প্রধান কাজ'
একইসঙ্গে সৌমিত্রর অভিযোগ, "পুলিশি সহায়তায় তৃণমূল বাইরে থেকে লোক এনে ভোট করাতে চাইছে। ভোট লুঠ না হলে তিন পুরসভাই দখল করবে বিজেপি। এ রাজ্যের শাসকদল কখনও বালি চুরি করে, কখনও পাইপলাইনের পাইপ চুরি করে, কখনও রাস্তার জমি চুরি করে নেয়। এটাই তৃণমূল সরকারের প্রধান কাজ। প্রথম কাজ। আগে মস্তানরা তোলাবাজি করত। এখন তৃণমূল নেতারা তোলাবাজি করে। তৃণমূলের নেতারা দাদাগিরি করে। সোনামুখী ১০ বছরে কী পেয়েছে? আমি নিজেও তৃণমূল কংগ্রেসে ছিলাম। জানি তৃণমূল করলে মানুষকে কিছু দেওয়া যায় না। মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয় ওরা। তৃণমূলকে দূরে ঠেলুন।"

আরও পড়ুন, দিল্লিতে হবে এবার তৃণমূলের পরবর্তী কর্মসমিতির বৈঠক, ৫ রাজ্যের ভোট পেরিয়েই কি রাজধানীতে যাবেন মমতা

তৃণমূলের বহিষ্কৃতদের বিজেপিতে আহ্বান জানানো প্রসঙ্গে খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বলেন, "২০২১-এর বিধানসভা ভোটের সময়ও দলবিরোধী কাজের জন্য আমরা অনেককেই বহিষ্কৃত করেছিলাম। তাঁরা বিজেপিতে গিয়ে যোগ দেন। পুরসভা ভোটের আগেও সেই এক ছবি। যাদের তৃণমূল বহিষ্কার করেছে, তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাংসদ। এভাবেই তিনি প্রমান করে দিয়েছেন যে বিজেপির লোক নেই। তৃণমূলের উচ্ছিষ্টদের প্রয়োজন বিজেপির। ওদের সংগঠনে কিছু নেই সেটাও প্রমাণ করে দিলেন বিজেপি সাংসদ।" 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News