মঙ্গলবার রাজ্যের মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরই ঘোষণা কমিশনের

ভোটগ্রহণ হবে শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ও দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই কমিশন এই সিদ্ধান্ত নেয় বলে খবর সূত্রের। 

রাজ্যের ১০৮টি পুরসভার (WB Municipal Election 2022) ভোটগ্রহণ ছিল রবিবার। আর ওই দিন রাজ্যের প্রায় সব প্রান্তেই ব্যাপক সন্ত্রাস ও বেনিয়মের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। শাসকদলের বিরুদ্ধে ভোটে প্রহসনের অভিযোগ তুলে আজ ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছিল বিজেপি (BJP)। পাশাপাশি এই ঘটনা নিয়ে কথা বলতে আজ রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার (state election commissioner) সৌরভ দাসকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আর তাঁর সঙ্গে বৈঠক শেষ করে বের হওয়ার পরই ২ বুথে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। বৈঠক শেষ করে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা করা হয়। কমিশনের এই সিদ্ধান্তকে বিদ্রুপ করেছে বিরোধীরা।

বাংলার ভোটে সন্ত্রাসের চেনা ছবি দেখা গিয়েছিল গতকাল। বিভিন্ন প্রান্তে আক্রান্ত হন বিরোধী দলের প্রার্থী, এজেন্টরা। গুলি, বোমাবাজি কিছুই বাদ যায়নি। এমনকী, আক্রান্ত হন সাংবাদিকরাও। রাজ্যে ১০৮ টি পুরসভার ভোটে গতকাল প্রায় ১১ হাজার বুথে ভোট গ্রহণ করা হয়েছিল। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) সিদ্ধান্ত অনুযায়ী, মাত্র ২টি বুথে পুনর্নির্বাচন (Repoll) হবে। সোমবার সন্ধ্যায় কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাজ্যের ২টি বুথে ফের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ও দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই কমিশন এই সিদ্ধান্ত নেয় বলে খবর সূত্রের। 

Latest Videos

আরও পড়ুন- দীর্ঘ ৪ ঘন্টা ধরে দ্বিতীয় ময়না তদন্ত শেষে আমতা ফিরছে আনিসের দেহ, জানা গেল কী কী

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, রাজ্যপালের তলবে রাজভবন যান রাজ্য নির্বাচন কমিশনার। সকাল ১০টার সময়ে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। বিকেল সাড়ে ৩টে নাগাদ রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারকে  রাজ্যপাল প্রশ্ন করেন, 'কেন ভাঙা হল ইভিএম? কেন প্রার্থীরা আক্রান্ত? কেন ভোট দিতে পারলেন না সাধারণ মানুষ? যেখানে সন্ত্রাস হয়েছে, সেখানে পুনর্নির্বাচন করা হোক।' সেই সময় রাজ্য নির্বাচন কমিশনারের তরফে জানানো হয়, 'জেলা শাসকদের রিপোর্ট অনুযায়ী পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে'। তারপরই কমিশনের তরফে ঘোষণা করা হয় যে দুটি বুথে পুননির্বাচন করা হবে। 

আরও পড়ুন, সোমবারের বদলে শনিবার কেন, আনিসের দেহ তুলতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পুলিশ

কমিশনের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রী ২টি বুথে ভোট হবে বলে লিখে দিয়েছেন তাই হচ্ছে। তবে ২টি বুথে আবার ভোট না করালেই ভালো হত। রবিবার রাজ্যজুড়ে শান্তিপূর্ণ ছাপ্পা হয়েছে। এই নির্বাচন কমিশনের তথ্য জোগাড় করার ক্ষমতাও নেই।"

আরও পড়ুন- 'পাশে আছি', ইউক্রেন ইস্যুতে মোদীকে চিঠি দিয়ে 'সর্বদলীয় বৈঠক ডাকার' পরামর্শ মমতার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি