সংক্ষিপ্ত

'ইউক্রেনে আটকে দেশের বহু ছাত্র-ছাত্রী, এই পরিস্থিতি জেনেও নির্বাচন নিয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী', পুরভোটের প্রাক্কালে সোজা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। এদিকে বিজেপির কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার মামলা সুপ্রিম কোর্টে খারিজ হতেই,  একহাত নিলেন কলকাতার মেয়র।

 

'ইউক্রেনে (Ukrain) আটকে রাজ্যের তথা দেশের বহু ছাত্র-ছাত্রী (Indian Students), এই ধরনের পরিস্থিতি জেনেও নির্বাচন (Assembly Elections 2022)নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)', পুরভোটের (WB Municipal Elections 2022) প্রাক্কালে সোজা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম (WB Minister Firhad Hakim)। এদিকে বিজেপির কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার মামলা সুপ্রিম কোর্টে খারিজ হতেই, তা নিয়ে একহাত নিলেন এদিন কলকাতার মেয়র (Kolkata Mayor Firhad Hakim)।

'ইউক্রেনে আটকে ভারতীয়রা, এই পরিস্থিতি জেনেও নির্বাচনে ব্যস্ত প্রধানমন্ত্রী'

এদিন ফিরহাদ হাকিম বলেন, 'ইউক্রেনে রাশিয়ার সামরিক অবস্থানকে কেন্দ্র করে উদ্বিগ্ন এরাজ্যের বহু মানুষ। রাজ্যের তথা দেশের বহু ছাত্র-ছাত্রী ডাক্তারি পড়ার উদ্দেশ্যে এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন। স্বভাবতই উদ্ভূত পরিস্থিতির কারণে উদ্বিগ্ন তাদের পরিবার পরিজন বাবা-মায়েরা। এই সময় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেই উদ্যোগ তারা নিয়ে উঠতে পারেননি। প্রধানমন্ত্রী নিজেও এই ধরনের পরিস্থিতি জেনেও উত্তরপ্রদেশে সহ বিভিন্ন রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের স্পেশাল প্লেন এর মাধ্যমে দ্রুত দেশে ফেরানো টাই এখন প্রধানমন্ত্রীর ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল। কিন্তু সেটা করতে ব্যর্থ প্রধানমন্ত্রী। একটা ফোন করেই কর্তব্য ছেড়েছেন প্রধানমন্ত্রী, এটা দুর্ভাগ্যজনক। এ রাজ্যের সরকার মানুষের স্বার্থে পাশে আছে। যে কোনও প্রয়োজনে ইউক্রেনে থাকা নাগরিকদের ও তাদের পরিবারের পাশে আছে সরকার।' ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতীয় নাগরিকদের ফেরানো নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন ফিরহাদ।

আরও পড়ুন, কখন কী খবর আসবে, ঘুম উড়েছে ইউক্রেন আটকে যাওয়া বাংলার ৩ ডাক্তারি পড়ুরার পরিবারের

আরও পড়ুন, শেষদিনের প্রচারে এসে আনিস হত্যাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া সুকান্তর, ইউক্রেনের ইস্যুতে কী বার্তা

'শীর্ষ আদালতের রায়ে প্রমাণিত, বিজেপি এরাজ্যে নির্বাচনকেই ভন্ডুল করতে চাইছে'

অপরদিকে, বিজেপির কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার মামলা সুপ্রিম কোর্টে খারিজ হতেই পদ্মশিবিরকে নিশানা করলেন ফিরহাদ। পুরভোটের প্রচারের শেষ দিনেই তিনি বলেন, 'প্রথমে হাইকোর্ট পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাঁদের রায়ে জানিয়ে দিয়েছে , এরাজ্যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আনার কোনও প্রয়োজন নেই। বিগত দিনে দিনহাটা থেকে শুরু করে রাজ্যের যে যে অংশে বিজেপি দাবি মেনে সেন্ট্রাল ফোর্স আনা হয়েছিল, সেখানেই বিজেপি ধরাশায়ী হয়েছে। বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা হেরে যাওয়ার ভয়ে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে বিভিন্ন বাহানা দিচ্ছে। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা। বিজেপির এখন সেই অবস্থায়ই হয়েছে। এসব করে আসলে বিজেপি এরাজ্যে নির্বাচনকেই ভন্ডুল করতে চাইছে। বারবার কোর্টের দ্বারস্থ হয়ে সেন্ট্রাল ফোর্স সহজে যে দাবি তাঁরা জানিয়ে আসছে, তাতে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট ও অনুভব করেছে এটা আদপেই সঠিক দাবি নয়। সেটাই আজ আরও একবার শীর্ষ আদালতের রায়ে প্রমাণিত হয়ে গেল', বলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন, কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্যের পুরভোট হবে রাজ্য পুলিশেই, বিজেপির মামলা খারিজ সুপ্রিম কোর্টে