'রাজ্যের পুরভোটে কোনও হিংসার ঘটনা ঘটেনি, হবে না পুনর্নির্বাচন', বড় ঘোষণা কমিশনের

  বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি সব জায়গাতেই শান্তিতে পুরভোট হয়েছে। কোনও রক্তপাত বা হিংসার ঘটনা ঘটেনি, তাই চারপুরনিগমে কোনও পুনরায় নির্বাচন হচ্ছে না বলে সিদ্ধান্ত জানিয়েছে কমিশন।  

রাজ্যের চার পুরনিগমের ( WB Municipal Elections 2022 ) ভোট কোনও হিংসা ঘটনা ঘটেনি। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি সব জায়গাতেই শান্তিতে পুরভোট হয়েছে। কোনও রক্তপাত বা হিংসার ঘটনা ঘটেনি। পুরভোট নিয়ে স্কুটিনির পর এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। তাই চারপুরনিগমে কোনও পুনরায় নির্বাচন হচ্ছে না বলে সিদ্ধান্ত জানিয়েছে কমিশন (WB State Election Commission)। তাই নির্দিষ্ট সময় মেনেই সোমবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে।

শনিবার  বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুরভোট চলাকালীন দিনভোর একাধিক অভিযোগের খবর আসে। শনিবার আসানসোলে পুরভোট চলাকালীনই পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানো রয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বিরোধীরা। আসানসোলের ৫১ নং ওয়ার্ডে এই দৃশ্য দেখা গিয়েছে বলে অভিয়োগ।চেলিডাঙ্গায় একটি পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার লাগানো থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি শাসকদল।তবে ভোট শুরু হওয়ার পর সময় যতো এগিয়ে চলেছে, ততই বিক্ষোভ-অভিযোগের খবর মিলছে। আসানসোলের ২৭ নং ওয়ার্ডে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। বিজেপি প্রার্থীকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে গেলে পুলিশি বাধার মুখে পড়েন জিতেন্দ্র তিওয়ারি বলে অভিযোগ।দুপুরে আসানসোলে বুথ দখলের জন্য গুলি চালানোরও অভিযোগও ওঠে। এদিকে অগ্নিমিত্রা পাল এদিন বলেছেন, 'প্রায় প্রতিটা ওয়ার্ডের প্রতিটা বুথে ওরা রিগিং চালাচ্ছে। শালি খুলে দিয়েছে, মারধর করেছে। রক্ত বের হয়েছে।প্রার্থীদের বাড়ি ঘেরাও করা হয়েছে। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।'

Latest Videos

এদিকে বিধাননগরে পুরভোট চলাকালীনই  সল্টলেকের ৩৭ নম্বর ওয়ার্ডে বুথের ভিতরেই  একে উপরের উপরে ঝাপিয়ে পড়লেন  তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম, বিজেপি। এরপরেই মেজাজ ধরে রাখতে পারেননি শাসকদল এবং পদ্ম শিবিরের ওই দুই প্রার্থী। ভোট চলাকালীনই বুথের ভিতরেই শুরু করে দেন হাতাহাতি পর্যন্ত। এবার কথা হচ্ছে , সাতসকালে ভোটের লাইনে যেসকল সন্দেহভাজন ব্যক্তিদের দেখেছিলেন বিধাননগরের ৩১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিষ জানা, তাঁরাই এই ঘটনা ঘটিয়েছে কিনা, সেটা যদিও এখনও প্রকাশ্যে আসেনি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।  বিধাননগরের ৩৩ নং ওয়ার্ডে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট পড়েছে বলে অভিযোগ বামেদের। তবে শুধু দ্বিজেন মুখোপাধ্যায়ই নন, আরও এক প্রয়াত ব্যক্তির নামে ভোট পড়েছে বলে অভিযোগ জানিয়েছে বিধাননগর ৩৩ নং ওয়ার্ডের বাম প্রার্থী বাসব বসাক।

চন্দননগরে ৩২ নং ওয়ার্ডের বিটি কলেজে, ভোটারদের প্রভাবিত করেছে তৃণমূল। এমনই অভিযোগ তুলেছে বিজেপি এবং সিপিএম পার্থীরা। পাশাপাশি চন্দননগরের ওয়ার্ড নং ৫  বুথ নং ৪৭, ৪৮ গঙ্গা মাতা স্কুল তৃণমূল জমায়েত করেছে এবং ভোটারকে প্রভাবিত করছে বলেও অভিযোগ উঠেছে। চন্দননগরের কাটাপুকুর এলাকার চার নং ওয়ার্ডের নেতাজি বিদ্যাপিঠ স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ইন্দ্রানী মিত্র। তবে পুরভোট নিয়ে স্কুটিনির পর বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি সব জায়গাতেই শান্তিতে নির্বাচন হয়েছে বলেই জানিয়েছে কমিশন। তবে আসানসোলে দুটি ইভিএম ড্যামেজ হয়েছিল বলে জানিয়েছিল কমিশন। তবে শনিবার রাতের পর কোনও গোলযোগ হয়নি বলেই জানায় রাজ্য নির্বাচন কমিশন।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন