বিক্ষোভ ছেড়ে পৌরসভার নির্বাচনে (West Bengal Municipal Elections 2022) ঐক্যবদ্ধ হয়ে লড়ার আহ্বান জানালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জেলায় জেলায় ভোট করানোর জন্য বিশেষ দল গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১২৭টি পৌরসভার নির্বাচন (West Bengal Municipal Elections 2022)। কিন্তু, প্রার্থী তালিকা নিয়ে রাজ্য জুড়ে ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে বিক্ষোভ দেখা দিয়েছে। এই অবস্থায় সোমবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) বললেন, প্রার্থী তালিকা নিয়ে কোথাও কোথাও অসামঞ্জস্য ছিল, সেগুলি দূর করে রবিবারই দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুমোদিত চূড়ান্ত প্রার্থী তালিকা জেলা সভাপতিদের পাঠানো হয়েছে। সেখানে সুব্রত বক্সী (Subrata Bakshi) এবং তাঁর নিজের সই রয়েছে। ফলে প্রার্থী তালিকা নিয়ে নতুন করে অসন্তোষ বা বিভ্রান্তি থাকা উচিত নয়। তবে এখনও অন্য এক প্রার্থী তালিকা রয়ে গিয়েছে তৃণমূলের দলীয় ওয়েবসাইটে। সেই প্রসঙ্গে পার্থ বলেন, দুটি তালিকার মধ্যে খুব বেশি অসামঞ্জস্য নেই।
তবে, তারপরও তৃণমূলের ক্ষোভ-বিক্ষোভ চলছেই। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, এত বড় একটা নির্বাচনে কয়েকটি ওয়ার্ডে বিক্ষোভ রয়েছে। সংবাদমাধ্যম বিক্ষোভ খুঁজে খুঁজে বের করছে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সকলেই শামিল হতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা দেখে সকলেই দলের হয়ে নির্বাচন লড়তে চাইছেন।কিন্তু, সকলকে প্রার্থী করা সম্ভব হয় নয়। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের পতাকাও একটি এবং প্রতীকও একটি। তাই, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের তলায় ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে।
আরও পড়ুন - 'যাঁরা টিকিট পাননি তাঁরা পরের বার পাবেন, দলে থাকলে দল দেখবে', বিক্ষোভ নিয়ে বললেন ফিরহাদ
এদিন তিনি আরও জানান, জেলায় জেলায় পৌরসভা নির্বাচন পরিচালনার ভার মমতা বন্দ্যোপাধ্য়ায় কয়েকজন নেতা-নেত্রীর মধ্যে ভাগ করে দিয়েছেন। তাঁরা জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার নির্বাচন পরিচালনা করবেন। হাওড়া হুগলী পীর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়, উত্তর ২৪ পরগনা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক, দক্ষিণ ২৪ পরগনায় শুভাশীষ চক্রবর্তী এবং অরুপ বিশ্বাস, মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের দায়িত্বে ফিরহাদ হাকিম, কুচবিহার এবং পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সি, ঝাড়গ্রাম দেখবেন পার্থ চট্টোপাধ্যায়, পুরুলিয়া এবং বাঁকুড়ার দায়িত্বে মলয় ঘটক, আলিপুরদুয়ার চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘচক, জলপাইগুড়ি দেলা দেখবেন সৌরভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর দেখবেন অজিম মাইতি এবং মানস ভুইঞাঁ, দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে শশী পাঁজা, দার্জিলিং গৌতম দেব, নদীয়া পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দু শেখর রায় এবং ব্রাত্য বসু।