অসন্তোষ অব্যাহত, মমতার নির্দেশ না মেনে প্রার্থী হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দলীয় নেতৃত্বের সই করা যে তালিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে সেটাকেই মানতে হবে। তা সত্ত্বেও ওই তালিকার বাইরে থেকে মনোনয়ন জমা পড়ার ঘটনা নিয়ে তৃণমূলের ভিতরে ও বাইরে জল্পনা বাড়ছে

জেলায় জেলায় অব্যাহত রয়েছে বিক্ষোভ (Agitation)। কারণ একটাই, পুরভোটের (WB Municipal Election 2022) প্রার্থী তালিকায় নাম নেই। আর নাম না থাকাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই বহু তৃণমূল নেতা (TMC Leader)। আবার অনেকে টিকিট না পাওয়ার 'দুঃখে' বদলে ফেলছেন দলও। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জ্বলছে ক্ষোভের আগুন। আর সেই কারণে এবার অনেকে ঠিক করেছেন যে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে মনোনয়ন জমা দেবেন। তার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে দল। তার জেরে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নেতৃত্বের ‘সিলমোহর’ দেওয়া প্রার্থী তালিকা না মেনে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থী হিসেবে পুরসভার নির্বাচনে (Municipal Election) মনোনয়ন জমা দেওয়া বা নির্দল হিসেবে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হবে।

প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা  

Latest Videos

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, দলীয় নেতৃত্বের সই করা যে তালিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে সেটাকেই মানতে হবে। তা সত্ত্বেও ওই তালিকার বাইরে থেকে মনোনয়ন (Nomination) জমা পড়ার ঘটনা নিয়ে তৃণমূলের ভিতরে ও বাইরে জল্পনা বাড়ছে। সূত্রের খবর, ওই তালিকায় নাম নেই এমন কেউ যদি গিয়ে মনোনয়ন জমা দেন তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলনেত্রীর নির্দেশ অবমাননা বলে ধরে নিয়ে সেই নেতা বা নেত্রীর বিরুদ্ধে শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। 

আরও পড়ুন- আজই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, লক্ষ্মীবারে কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা

আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন

আজই পুরভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাই কে বা কারা দলের নির্দেশ অমান্য করে মনোনয়ন জমা দিচ্ছেন সেদিকে কড়া নজর রাখা হয়েছে। এদিকে প্রার্থী তালিকায় নাম না থাকায় জেলায় জেলায় অব্যাহত রয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। পাশাপাশি এনিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও (Madan Mitra)। সৌগত রায় (Saugata Roy) থেকে শুরু করে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সমালোচনায় সরব হয়েছেন তিনি। আর তার জেরে অস্বস্তি আরও বেড়ে গিয়েছে।  

আরও পড়ুন- উত্তরপ্রদেশেও 'খেলা হবে', বল হাতেই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মমতার

তৃণমূলের পাশাপাশি প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ বিজেপিতেও

এদিকে তৃণমূলের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। টিকিট না পেয়ে খড়্গপুরে অন্য প্রার্থীর পোস্টার ছিড়ে দেন এক বিজেপি নেতা। আবার ভোটারদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হমকি দিতেও দেখা গিয়েছে এক বিজেপি নেত্রীকে। এমনকী, প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে। সেখানের (‌ডায়মন্ড হারবার)‌ টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি রাজর্ষি দাসের নাম প্রথম তালিকায় থাকলেও, দ্বিতীয় তালিকা থেকে সেই নাম বাদ পড়ে। যদিও মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তাঁর দাবি, 'প্রথম তালিকা মেনেই মনোয়ন জমা দিয়েছি।'

আরও পড়ুন- 'সবই হচ্ছে একটা পার্টির জন্য', সুষ্ঠু পুরভোটের দাবিতে কমিশনে গিয়ে তোপ বিজেপির

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন