অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যজুড়ে, ভারি বৃষ্টি হবে দুই বঙ্গে

Published : Jan 09, 2020, 09:44 AM IST
অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যজুড়ে, ভারি বৃষ্টি হবে দুই বঙ্গে

সংক্ষিপ্ত

উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা  বীরভূম, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা   বৃহস্পতিবার অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যজুড়ে  ঝঞ্ঝা কাটতেই উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পারদ নামবে   


আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বীরভূম মুর্শিদাবাদের অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।   পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি আবার শুরু হবে।আগামীকাল থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। শহর কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। 

আরও পড়ুন, জেএনইউ-র মতো হামলা হতে পারে বিশ্বভারতীতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

 
বৃহস্পতিবার, শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৫.৫  ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকালের থেকে দু ডিগ্রী তাপমাত্রা বেড়েছে কলকাতায়।  এবং সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ১৫.৫  ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৭ শতাংশ।  গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। তবে আজ রাজ্যের সব জেলাতেই আজ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। 

আরও পড়ুন, বিশ্বভারতীতে বিজেপি সাংসদকে ঘেরাও পড়ুয়াদের, কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রাজ্য়ের সর্বত্র বৃষ্টিপাতের পরিমান বেশি  না হলেও জলীয়বাষ্প থাকবে বাতাসে। এর প্রভাবে আগামীকাল শুক্রবার থেকে টানা তিনদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকবে রাজ্য। দৃশ্যমানতা তাই খুবই কমে যাবে। অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে রাজ্যজুড়ে। সড়ক পরিবহনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ আলিপুর আবহাওয়া দপ্তরের। পশ্চিমী ঝঞ্ঝার কেটে যেতেই উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পারদ নামবে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে, রয়েছে শীতল দিনের পরিস্থিতি। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে,পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ।

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!