সকাল থেকে মেঘলা আকাশ, ঘূর্ণিঝড় সিতরাংয়ের দাপটে কালীপুজোর রাতে প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

বিপদের আশঙ্কায় বাংলা ইতিমধ্যেই হাই অ্যালার্টে রয়েছে। রাজ্যের সাতটি জেলায় ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় 'সিতরাং'- নিয়ে আশঙ্কা বাড়ছে। তাহলে মাটি হতে চলেছে কালীপুজোর আনন্দ? ঘূর্ণিঝড়ের যা গতিপ্রকৃতি, তাতে সেরকমই মনে হচ্ছে। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার শহর কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। রবিবার রাতে বৃষ্টিও হয়েছে উত্তর ২৪ পরগণার একাংশে। রবিবার কলকাতা সহ অনেক জেলার আকাশই মেঘলা ছিল। পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায়ও হালকা বৃষ্টি হয়েছে। 

বিপদের আশঙ্কায় বাংলা ইতিমধ্যেই হাই অ্যালার্টে রয়েছে। রাজ্যের সাতটি জেলায় ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

Latest Videos

কোনদিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় সিতরাং?

অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। এই মুহূর্তে অবস্থান করছে সাগর দ্বীপের ৫০০ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের বরিশাল থেকে ৬৫০ কিলোমিটার দূরে। আগামী ১২ ঘণ্টায় এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। 

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়। উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও হাওড়ায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকেই চার জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।

হাওয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, "পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে মৎস্যজীবীদের ২৫ অক্টোবর ২০২২ তারিখে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

হাই অ্যালার্ট জারি করা হয়েছে দুই ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায়। ঘূর্ণিঝড়ের আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরেও। এছাড়া সামান্য প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানের কিছু অংশে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবারও একই থাকবে ছবি। সপ্তাহের শুরুতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটারের মধ্যে। 

আরও পড়ুন -

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari