আজ মাধ্যমিক পরীক্ষার সকালে আকাশ ঝকেঝকে পরিষ্কার, বেলা বাড়লেই বাড়তে পারে রোদের তেজ

সোমবার মাধ্যমিক পরীক্ষার সকালে আকাশ পরিষ্কার। তবুও বেলা বাড়লই বাড়বে রোদের তেজ, তাই ছাতা নিয়ে বেরোলেই ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে।  

সোমবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) সকালে আকাশ পরিষ্কার। তবুও বেলা বাড়লই বাড়বে রোদের তেজ, তাই ছাতা নিয়ে বেরোলেই ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে। হাওয়া অফিস (Weather)  জানিয়েছে, এদিন শহরের আকাশ পরিষ্কার থাকবে।  কলকাতার পাশাপাশি আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ -উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। তবে এই মুহূর্তে বৃষ্টি নিয়ে অকারণ ভাবতে হবে না। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টি থেকে ছুটি নিয়েছে দুই বঙ্গই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সকাল সাড়ে ৮ টায় এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স।

হাওয়া অফিস (Weather)  জানিয়েছে,  সোমবার মাধ্যমিক পরীক্ষার দিন বৃষ্টি হবে না। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে- উত্তরবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এক কথায় বলা যায় শুষ্ক ওয়েদার থাকবে দুই বঙ্গে।রাতের ও দিনের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না।আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি- একুশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর আশেপাশে থাকবে কলকাতায়।তবে গত সপ্তাহে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে এই মুহূর্তে হাওয়া অফিস নতুন করে জানিয়েছে,বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই চার থেকে পাঁচ দিন। যদিও কলকাতায়  আকাশ আংশিক মেঘলা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। যার অভিমুখ রয়েছে শ্রীলংকার দিকে।

Latest Videos

আরও পড়ুন, আজ থেকে শুরু মাধ্যমিক, স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

' প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও পরে তা বিদায় নেয়।  বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ঝড়ো হাওয়া- সহ বৃষ্টি হয়েছে। ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি কমে গিয়েছে। তবে বেড়েছে রোদের তাপ। উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত হালকা বৃষ্টি   হয়েছে।  শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে সর্বত্রই হালকা বৃষ্টি হয়েছে। তবে ২৮ তারিখ থেকেই আকাশ পরিষ্কার হয়ে যায় বঙ্গে। রাতে তাপমাত্রা দুই বঙ্গে খুব একটা পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও মঙ্গলে পা দিয়েই ফের আকাশের মুখ ভার বাংলায়।

আরও পড়ুন, 'ইউক্রেনে ভারতীয় দূতাবাস কিছু সাহায্য করেনি, ঝুঁকি নিয়েই পোল্যান্ড যাই', সাফ জানাল সৌমাল্য

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি- একুশ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর আশেপাশে থাকবে। তবে ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে।  তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও কলকাতায় এখনও স্বাভাবিকের নিচে সর্বোচ্চ তাপমাত্রা।   সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.১ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ।  সর্বনিম্ন ২৯ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। যেখানে  রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে,  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬ শতাংশ।  সর্বনিম্ন ৩৬ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।   

 

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই আক্রান্ত Saif Ali Khan! কেমন আছেন Bollywood অভিনেতা? | Saif Ali Khan News Today
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
ঘটনাটা কি? মমতার কাছে বিশেষ অনুরোধ শুভেন্দুর, দেখুন | Suvendu Adhikari | Mamata Banerjee
Suvendu vs Mamata : স্যালাইন কাণ্ডে ডাক্তারদের দায়ী করলেন মমতা, 'মমতাই আসল দোষী' পাল্টা শুভেন্দুর
'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা