নির্বাচন কমিশনের কড়া নির্দেশ,বেলা ১২টার আগেই কাজে যোগ 'অনিচ্ছুক' ১৪৩ BLOর

Published : Oct 30, 2025, 04:17 PM IST

নির্বাচন কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী ১২টার আগেই কাজে যোগ দিলেন অনিচ্ছুক বুথ লেভেল অফিসার বা BLOরা। তবে তাদের কিছু শর্ত রয়েছে। কমিশনের হুঁশিয়ারির পরই দুপুর ১২টার আগেই কাজে যোগ দেন বিএলওরা।  

PREV
15
কাজে যোগ BLOদের

নির্বাচন কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী ১২টার আগেই কাজে যোগ দিলেন অনিচ্ছুক বুথ লেভেল অফিসার বা BLOরা। তবে তাদের কিছু শর্ত রয়েছে। নির্বাচন কমিশনের কাছে কয়েকটি আর্জি জানিয়েছে বিএলও বা বুথ লেভেল ঐক্য মঞ্চ।

25
নির্বাচন কমিশনের হুঁশিয়ারি

বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে বুথ লেভেল অফিসাররা যদি কাজে যোগ না দেন, নিজেদের দায়িত্বভার গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশন আগেই হুঁশিয়ারি দিয়েছিল। এই নির্দেশের পর এদিন দুপুর ১২টার অনেক আগেই বুথ লেভেল অফিসাররা কাজে যোগ দিয়েছিলেন। কমিশনের পক্ষ থেকে জানান হয়েছিল যেসব বিএলওরা কাজে যোগ নির্ধারিত সময় কাজে যোগ দেবেন না তাদের সাসপেন্ড করা হতে পারে। এই মর্মে প্রতিটি জেলায় নির্দেশও পাঠান হয়েছিল। কিন্তু একগুচ্ছ আর্জি জানিয়েছেন তাঁরা।

35
নিরাপত্তার আর্জি

বিএলওদের পক্ষ থেকে প্রছমেই আর্জি জানান হয়েছে যে, বিএলওদের নিরাপত্তার দিকটা দেখতে বে নির্বাচন কমিশনকে। পাশাপাশি যে সকল বিএলওরা অসুস্থ বা বয়স্ক তাদের যেন আউটডোর ডিউটি থেকে রেহাই দেওয়া হয়।

45
অনিচ্ছুক বিএলও

এই প্রসঙ্গে উল্লেখ যোগ্য যে অনিচ্ছুক বিএলওদের তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, কোচবিহার ও উত্তর কলকাতার নাম। সংখ্য়াটা ছিল ১৪৩ জন বিএলও। এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে দুই বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছিল রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে।

55
কমিশনের পদক্ষেপ

সংশ্লিষ্ট সেই দুই বুথ লেভেল অফিসার রাজনৈতিক দলের আধিকারীক ছিলেন। সেই কারণে এই দুই বুথ লেভেল অফিসারকে এস আই আর এর কাজ থেকে সরিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বাকিদের বিরুদ্ধে অভিযোগ নিয়োগপত্র নিতেই সম্মত হননি তাঁরা।

Read more Photos on
click me!

Recommended Stories