বুধবার থেকে জমে উঠেছে জগদ্ধাত্রী পুজো। বুধবার ছিল অষ্টমী। অনেক জায়গায় আবার নবমীর দিনই মূল পুজো হয়ে থাকে। আবার কোথাও পুজো চলে পাঁচ দিন ধরে। চন্দননগর, কৃষ্ণনগর কিংবা রানাঘাটে জগদ্ধাত্রী পুজো উদযাপনের কথা সকলের জানা। প্রতি বছর বহু দর্শনার্থী এখানে ভিড় জমান।