জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, রানাঘাটে মাঝরাতেও চলবে স্পেশাল ট্রেন, রইল ট্রেনের তালিকা

Published : Oct 30, 2025, 09:05 AM IST

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে মধ্যরাতে EMU স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও হাওড়া, ব্যান্ডেল ও বর্ধমান রুটেও অতিরিক্ত ট্রেন পরিষেবার ঘোষণা করা হয়েছে।

PREV
15

বুধবার থেকে জমে উঠেছে জগদ্ধাত্রী পুজো। বুধবার ছিল অষ্টমী। অনেক জায়গায় আবার নবমীর দিনই মূল পুজো হয়ে থাকে। আবার কোথাও পুজো চলে পাঁচ দিন ধরে। চন্দননগর, কৃষ্ণনগর কিংবা রানাঘাটে জগদ্ধাত্রী পুজো উদযাপনের কথা সকলের জানা। প্রতি বছর বহু দর্শনার্থী এখানে ভিড় জমান।

25

এই সময় পুজো ও শোভাযাত্রা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। এবার সাধারণের কথা মাথায় রেখে এক বিশেষ সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল মধ্যরাতে কৃষ্ণনগর সিটি জংশন এবং রানাঘাট জংশনের মধ্যে EMU স্পেশাল ট্রেন পরিষেবার ঘোষণা করল। চন্দননগরের জন্যও রয়েছে রাতের বিশেষ ট্রেন।

35

জগদ্ধাত্রী পুজোর ভিড় সামাল দিতে কৃষ্ণনগর সিটি জংশন এলাকায় জগদ্ধাত্রী পুজোর সময় যাত্রীদের ভিড় সামাল দিতে ৩০ অক্টোবর, বৃহস্পতিবার মধ্যরাতে এবং ৩১ অক্টোবর শুক্রবার মধ্যরাতে কৃষ্ণনগর সিটি জংশন এবং রানাঘাট জংশনের মধ্যে এক জোড়া স্পেশাল EMU ট্রেন চলবে।

45

নবমী ও দশমীর দিন রানাঘাট জংশন থেকে আপ EMU ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। ডাউন ট্রেন ঢুকবে রাত ১টা ৫ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে EMU আপ ট্রেনের সময় রাত ১২টা ১৭ মিনিট। ডাউন ট্রেনের সময় রাত সাড়ে ১২টা।

55

তেমনই হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড় বিশেষ ট্রেন এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা আগেই করা হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু হয়েছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। তেমনই আবার মসগ্রাম- হাওড়া লোকাল পরিষেবা ১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories