অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ঘটনায় ২ জনকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত

সংক্ষিপ্ত

২০২১ সালের ৮ সেপ্টেম্বর ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে ভাটপাড়ায় অর্জুনের বাসভবন মজদুর ভবনের সামনে। তৎকালীন বিজেপি সাংসদ অর্জুনের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে জল অনেকদূর গড়ায়। NIAর হাতে সেই ঘটনার তদন্তভার চলে যায়।

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ২ জনকে দোষী সাব্যস্ত করা হল। কলকাতার বিশেষ এনআইএ (NIA) আদালত ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল । উল্লেখ্য, ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বোমাবাজির ঘটনায় অভিযুক্ত ছিল ৪ জন। এই ঘটনায় অর্জুন সিং-এর দাবি, অপরাধীরা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অনুগামী। পাল্টা দাবি করে তৃণমূল বিধায়ক জানান, এর সঙ্গে তৃণমূলেক কোন যোগ নেই, বরং এই ঘটনায় তিনি বলেন, অপরাধীরা অর্জুনেরই ভাইপো গুড্ডু সিংয়ের অনুগামী। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে ভাটপাড়ায় অর্জুনের বাসভবন মজদুর ভবনের সামনে। তৎকালীন বিজেপি সাংসদ অর্জুনের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে জল অনেকদূর গড়ায়। NIAর হাতে সেই ঘটনার তদন্তভার চলে যায়। তদন্তে একাধিক অভিযোগের কথা শোনা যায়। অবেশেষে সেউ বোমাবাজির ঘটনার সাজা ঘোষণা করেছে বিশেষ NIA আদালত। ঘটনায় আরিফ আখতার, রাহুল পাশী নামে ২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে NIA আদালত অভিযুক্তদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে।

Latest Videos

এই ঘটনার পিছনে তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন অর্জুন সিং। তার দাবি, আমার বাড়িতে হামলা চালিয়েছিল সোমনাথ শ্যামের গুন্ডারা। বিরোধী দলের নেতাদের বাড়িতে আক্রমণ নিয়েও এদিন সবর হলেন বিজেপি নেতা। পালটা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করলেন, এটা অর্জুনের গোষ্ঠীকোন্দলের ফল। যারা এই ঘটনায় অভিযুক্তরা অর্জুনেরই ভাইপো গুড্ডু সিংয়ের অনুগামী । তৃণমূলের কোনও যোগ নেই এই ঘটনার সঙ্গে। 

গত ১ সপ্তাহে পর পর ২টি মামলায় NIA তদন্তের পর সাজা হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের। তাতে উদ্বেগ রয়েছে শাসক শিবিরে। গত সপ্তাহেই বীরভূমের লোকপুর বিস্ফোরণে সাজা ঘোষণা করে NIA আদালত ২ তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করেছিল । এবার অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এই রায় নিয়ে চাপে পড়তে পারে শাসকদল। এমনটাই ধারনা রাজনৈতিক মহলের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Pahalgam Attack News: পহেলগাঁও হামলায় শহিদ তরুণ নৌসেনা! শহিদ নৌসেনার শেষযাত্রায় ভেঙে পড়ল গোটা দেশ!
ক্ষোভে ফুঁসছে গোটা কাশ্মীর, অজানা আশঙ্কায় কাঁপছে পাকিস্তান! দেখুন | Kashmir Incident News