সূত্রের খবর উজ্জ্বলকে প্রশ্ন করা হয়েছিল-
- অনিন্দিতার সঙ্গে ঝামেলার সূত্রপাত কী নিয়ে
- মালদার হোটেলে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল কিনা
- সত্যি কি অনিন্দিতা গর্ভাবতী ছিল
- উজ্জ্বল কেন বিয়ে করতে চাইছিল না
- অনিন্দিতাকে কোনও ওষুধ বা খাবার দিয়েছিল কিনা
- অনিন্দিতার মৃত্যু কী করে
পুলিশ সূত্রের খবর উজ্জ্বলের বয়ানে প্রচুর অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বলকে আরও জেরার প্রয়োজন রয়েছে।