- Home
- West Bengal
- West Bengal News
- ৯ ঘণ্টা টানা জেরা! RG Kar মেডিক্য়াল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার মালদার প্রেমিক
৯ ঘণ্টা টানা জেরা! RG Kar মেডিক্য়াল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার মালদার প্রেমিক
Malda Lover Arrest: শনিবার রাতেই আটক করা হয়েছিল মালদা মেডিক্যাল কলেজের ডাক্তারির ছাত্র উজ্জ্বল সোরেনক। আরজি করের ডাক্তারির ছাত্রী অনিন্দিতার মৃত্যুর ঘটনায় ৯ ঘণ্টা জেরার পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার 'প্রেমিক'
আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আগেই পুলিশের জালে পড়েছিল প্রেমিকা উজ্জ্বল সোরেন। তাঁকে টানা ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরই তাঁকে গ্রেফতার করেছে মালদা পুলিশ। তেমনই জানান হয়েছে পুলিশের সূত্রে। শনিবার রাতেই তাঁকে আটক করা হয়। এদিন গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ডাক্তারি ছাত্র
উজ্জল সোরেন নামের এই ছাত্র আদতে পুরুলিয়ার বাসিন্দা। তিনি মালদা মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। দীর্ঘ দিন ধরেই সম্পর্ক ছিল বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা সোরেনের সঙ্গে। সূত্রের খবর সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই তাদের আলাপ হয়েছিল। তারপর প্রেম। একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত
প্রেমে ফাটল
সম্প্রতি তারা পুরীর মন্দিরে গিয়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন। পরিবারের দাবি অনিন্দিতা গর্ভাবতী হয়ে পড়েন। জোর করে তাঁর গর্ভপাতও করা হয়েছিল। দায়ী করা হয়েছিল উজ্জ্বল সোরেনকে। নিহতের পরিবার উজ্জ্বলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। নিহতের পরিবারের অভিযোগ অনিন্দিতার মৃত্যুর আগে বমি করেছিল। মুখ দিয়ে গাঁজালো পদার্থ বেরিয়েছিল। তাতেই তাদের সন্দেহ হয় বিষাক্ত কিছু খাইয়ে খুন করা হয়েছে মেয়েকে।
তৎপর পুলিশ
মালদায় ডাক্তারির ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের পরই নড়েচড়ে বসে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল উজ্জ্বল। শনিবার রাতে মালদা থেকেই আটক করা হয়। তারপরই শুরু হয় টানা জিজ্ঞাসাবাদ।
উজ্জ্বলকে করা প্রশ্ন
সূত্রের খবর উজ্জ্বলকে প্রশ্ন করা হয়েছিল-
- অনিন্দিতার সঙ্গে ঝামেলার সূত্রপাত কী নিয়ে
- মালদার হোটেলে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল কিনা
- সত্যি কি অনিন্দিতা গর্ভাবতী ছিল
- উজ্জ্বল কেন বিয়ে করতে চাইছিল না
- অনিন্দিতাকে কোনও ওষুধ বা খাবার দিয়েছিল কিনা
- অনিন্দিতার মৃত্যু কী করে
পুলিশ সূত্রের খবর উজ্জ্বলের বয়ানে প্রচুর অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। উজ্জ্বলকে আরও জেরার প্রয়োজন রয়েছে।

