Breaking News: তিস্তা নদীতে আচমকা হড়পা বান, মেঘ ভেঙে ভেসে গেলেন ২৩ জন ভারতীয় সেনা

মেঘ ভেঙে উত্তরবঙ্গে প্রবল বিপর্যয়। ভারতীয় সেনা-জওয়ানদের প্রাণহানির আশঙ্কা।

Sahely Sen | Published : Oct 4, 2023 4:00 AM IST / Updated: Oct 04 2023, 09:38 AM IST

নিদারুণ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তর সিকিমের লোহনাক লেকের ওপর ভেঙে গেল মেঘ, আচমকা হড়পা বান চলে এল তিস্তা নদীর জলে। এর মারাত্মক প্রভাব পড়ল উত্তরবঙ্গের ভারতীয় সেনাবাহিনীর ছাউনিতে।

লাচেন উপত্যকায় তিস্তা নদীতে আকস্মিক বন্যা এসে যাওয়ায় বেশ কয়েকটি সেনা ছাউনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত ২৩ জন সেনা -জওয়ান ভেসে গিয়েছেন বলে জানা যাচ্ছে। চুংথাং বাঁধ থেকে জল বেরিয়ে আসায় আচমকা জলের স্তর ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু হয়ে গেছে। 

জলের তোড়ে সিংটমের কাছে বারডাং-এ পার্ক করা সেনাবাহিনীর গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ জন ভারতীয় জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশ কিছু যানবাহন প্রবল জলের গ্রাসে চলে গিয়েছে। তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু করা হলেও ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে সেই অভিযান অত্যন্ত প্রতিকূল হয়ে পড়েছে। 

 

Share this article
click me!