শিয়ালদহ থেকে উদ্ধার ৩ রোহিঙ্গা! উত্তর ২৪ পরগণা সীমান্ত থেকেই কি এই অনুপ্রবেশ?

শিয়ালদহ থেকে উদ্ধার ৩ রোহিঙ্গা! উত্তর ২৪ পরগণা সীমান্ত থেকেই কি এই অনুপ্রবেশ?

শিয়ালদহ স্টেশনে ধরা পড়ল রোহিঙ্গা ২ নাবালিকা ও ১ যুবককে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁদের। ধৃতরা কাশ্মীরে যাচ্ছিল বলে অনুমান।তারা কীভাবে সীমান্ত পার করল তা জানতে ধৃত যুবককে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

শনিবার সকালে শিয়ালদহ স্টেশনে ১ যুবক ও ২ নাবালিকাকে ঘুরতে দেখা যায় বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে তাঁরা রোহিঙ্গা। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে তাঁরা।

এরপর তাদের আটক করে পুলিশ। ধৃত ২ নাবালিকার নাম নুর ফতিমা ও শাবু পনেহর। তাদের বয়স ১২ বছরেরও কম। ধৃত যুবকের নাম আবদুল রহমান বলে জানা গিয়েছে। ধৃতরা মায়নমারের বাসিন্দা।

ধৃত ২ নাবালিকা জানিয়েছে যে তাদের কাজ দেবে বলে কাশ্মীরে নিয়ে যাচ্ছিল আবদুল। এ প্রসঙ্গে আসল সত্য কী তা জানার চেষ্টা করছ পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নদিয়া বা উত্তর ২৪ পরগনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ট্রেনে শিয়ালদা স্টেশনে পৌঁছয় তারা। ধৃত যুবককে আদালতে পেশ করেছে পুলিশ। ২ নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।

Share this article
click me!

Latest Videos

বেআইনি বহুতল আবাসন নির্মাণে Mamata Banerjee-কে কাঠগড়ায় তুললেন Suvendu Adhikari, দেখুন
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি