শিয়ালদহ থেকে উদ্ধার ৩ রোহিঙ্গা! উত্তর ২৪ পরগণা সীমান্ত থেকেই কি এই অনুপ্রবেশ?

সংক্ষিপ্ত

শিয়ালদহ থেকে উদ্ধার ৩ রোহিঙ্গা! উত্তর ২৪ পরগণা সীমান্ত থেকেই কি এই অনুপ্রবেশ?

শিয়ালদহ স্টেশনে ধরা পড়ল রোহিঙ্গা ২ নাবালিকা ও ১ যুবককে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁদের। ধৃতরা কাশ্মীরে যাচ্ছিল বলে অনুমান।তারা কীভাবে সীমান্ত পার করল তা জানতে ধৃত যুবককে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

শনিবার সকালে শিয়ালদহ স্টেশনে ১ যুবক ও ২ নাবালিকাকে ঘুরতে দেখা যায় বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে তাঁরা রোহিঙ্গা। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে তাঁরা।

Latest Videos

এরপর তাদের আটক করে পুলিশ। ধৃত ২ নাবালিকার নাম নুর ফতিমা ও শাবু পনেহর। তাদের বয়স ১২ বছরেরও কম। ধৃত যুবকের নাম আবদুল রহমান বলে জানা গিয়েছে। ধৃতরা মায়নমারের বাসিন্দা।

ধৃত ২ নাবালিকা জানিয়েছে যে তাদের কাজ দেবে বলে কাশ্মীরে নিয়ে যাচ্ছিল আবদুল। এ প্রসঙ্গে আসল সত্য কী তা জানার চেষ্টা করছ পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নদিয়া বা উত্তর ২৪ পরগনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ট্রেনে শিয়ালদা স্টেশনে পৌঁছয় তারা। ধৃত যুবককে আদালতে পেশ করেছে পুলিশ। ২ নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার