আরজিকর কাণ্ডের রায় ঘোষণা! বসল সারি সারি ব্যারিকেড, কেমন পরিস্থিতি আজ শিয়ালদহ কোর্ট চত্বরে?

Published : Jan 18, 2025, 12:05 PM IST
RG Kar

সংক্ষিপ্ত

আরজিকর কাণ্ডের রায় ঘোষণা! বসল সারি সারি ব্যারিকেড, কেমন পরিস্থিতি আজ শিয়ালদহ কোর্ট চত্বরে?

শনিবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। আদালত চত্বরে পরপর বসানো হয়েছে ব্যারিকেড। আরজিকর মামলার রায় ঘোষণা শনিবার। এই কারণেই এত নিরাপত্তা নেওয়া হয়েছে কোর্ট চত্বরে। ভিড় হতে পারে আদালতের সামনে। বিক্ষোভও দেখা দিতে পারে এদিন।

৯ অগাস্ট আরজিকর হাসপাতালে মহিলার চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রায় দেবে আদালত। এই ঘটনার একমাত্র দোষী হিসাবে ধরা হয়েছে সঞ্জয় রায়কে। আজ এই ঘটনার রায় দেবে বিচারক অনির্বাণ দাস। শনিবার দুপুর আড়াইটে নাদাগ এজলাস বসবে বলে জানা গিয়েছে।

সিভিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে সঞ্জয় রায়কে। প্রেসিডেন্সি জেলে রয়েছে সঞ্জয়। শনিবার বেলায় আদালতে নিয়ে যাওয়া হবে তাকে। প্রায় পাঁচ মাস পরে আরজিকর মামলায় রায় ঘোষণা করা হবে।

চার্জশিট জমা পড়ার পর গত ১১ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া চলছে। আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচারপ্রক্রিয়া চলছিল। আদালত ভবনের তিন তলায় ২১০ নম্বর ঘরে শনিবার বিচারক দাসের এজলাস বসার কথা বলে জানা গিয়েছে।

বহুবার শিয়ালহ কোর্টে যাতায়াতের সময় পুলিশের ভ্যান থেকে নিজেকে নির্দোষ বলেছেন সঞ্জয়। প্রিজম ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় বলে যে সে নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। গত ৯ অগাস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুমে পাওয়া যায় এক তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ। তারপরেই উত্তাল হয়ে যায় বঙ্গ। তরুণী চিকিৎসকের এই নির্মম ঘটনার প্রতিবাদে পথে নেমে পড়েন সাড়া বিশ্ব।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ