আরজিকর মামলার রায় ঘোষণা! বিচারের দিকে তাকিয়ে গোটা বাংলা, কী হবে আজ?

Published : Jan 18, 2025, 09:31 AM ISTUpdated : Jan 18, 2025, 09:39 AM IST
 sanjay roy

সংক্ষিপ্ত

আরজিকর মামলারয় রায় ঘোষণা! বিচারের দিকে তাকিয়ে গোটা বাংলা, কী হবে আজ?

১৮ জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদহ কোর্ট। তরুণী চিকিৎসকের হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলান্টিয়ারকে। আজ এই দোষীরই কী সাজা হয়, তা জানলে মরিয়ে দেশ।

তরুণী হত্যাকাণ্ডে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। এই মামলাটি হাতে রয়েছে শিয়ালদ কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস।

বিচারকের দোষ প্রমাণ হলে মিলবে সাজাও হবে আজ। এই ঘটনায় টালমাটাল হয়ে গিয়েছিল গোটা রাজ্য। প্রতিবাদ মিছিলে নেমে গিয়েছিলেন আট থেকে আশি। যে ঘটনাকে কেন্দ্র করে অন্যতম বড় নাগরিক আন্দোলন দেখা গিয়েছিল রাজপথে। যে আন্দোলন ছিল রাজনীতির ঝান্ডাবিহীন। ন্যায় বিচারের স্বার্থে নেমে গিয়েছিল কাতারে কাতারে লোক। বাংলার বিক্ষোভ সাড়া ফেলে দিয়েছিল সারা বিশ্বে।

অন্যদিকে এই মামলা যার এজলাসে রয়েছে তাঁর দিকেও চোখ রয়েছে সকলের। এর আগেও অবশ্য বিচারক দোষীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেছেন বিচারক দাস। ১৯৯৫ সালে এলএলবি পাশের পর মুর্শিদাবাদে আইনজীবী হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি।

আরজিকরের বিচার পেতে মরিয়া ছিল সারা দেশ। কিন্তু হাজার তদন্তের মধ্যে একমাত্র দোষী হিসাবে পাওয়া গেল সঞ্জয় রায় কে। অবশেষে এই একমাত্র দোষীকে নিয়েই রায় ঘোষণা হবে আজ। 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ