মাসে মাসে এবার ৩ হাজার টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডার। এবার দুর্দান্ত ঘোষণা করল রাজ্য সরকার।
রাজ্য সরকার এবার মেয়েদের দারুণ সুখবর দিচ্ছে। এবার মাস চালানোর টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ১ হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ শ্রেণির মেয়েরা। আর তফশিলিরা পাচ্ছেন ১২০০ টাকা।
এবার এই টাকা এক ধাক্কায় বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে তিন হাজারে। কীভাবে আবেদন করবেন এই টাকার জন্য?
বাড়তি টাকা পেতে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। যে সমস্ত কর্মীদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই সুবিধা।
এর জন্য অবশ্যই ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে।
সামনেই বিধানসবা নির্বাচন এর আগেই সকলকে খুশির খবর দেবে মমতা সরকার। প্রত্যেক মহিলা মাসে মাসে পাবেন তিন হাজার টাকা।
Anulekha Kar