ফের যাত্রী দুর্ভোগ, টানা ১৮ দিন ধরে বাতিল থাকবে হাওড়া থেকে প্রচুর ট্রেন, দেখে নিন তালিকা

Published : Oct 04, 2025, 03:36 PM IST

বর্ধমান-দুর্গাপুর শাখায় পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের জন্য ইন্টারলকিং-এর কাজ শুরু হচ্ছে। এর জেরে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে এবং ২৪ অক্টোবর থেকে কোলফিল, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। 

PREV
15

১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে বহু ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে ভোপাল উইকলি এক্সপ্রেস, দুর্গিয়ানা এক্সপ্রেস, গুরুমুখি এক্সপ্রেস, শিয়ালদহ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। ২৪ অক্টোবর থেকে বাতিল হচ্ছে কোলফিল এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গোয়ালিয়র- হাওড়া চাম্বাল এক্সপ্রেস, হাওড়া-আরা এক্সপ্রেস।

25

অন্য রুটে চলবে হাওড়া-মোকামা এক্সপ্রেস, দেওঘর- হাওড়া ময়ূরাক্ষ্মী এক্সপ্রেস। তেমনই সময় পরিবর্তন হচ্ছে হাওড়া- রাঁচি শতাব্দী, রাঁচি- হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি- হাওড়া পূর্বা এক্সপ্রেস।

35

রেল সূত্রে খবর, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থেই এই দীর্ঘ ইন্টারলকিংয়ের কাজ। কিন্তু, যাত্রীদের দুর্ভোগ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই। বিশেষত, উৎসব পরবর্তী সময় যখন ভিড় বাড়ে তখন এমন সিদ্ধান্তে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

45

প্রসঙ্গত, বর্ধমান-দুর্গাপুর শাখায় শুরু হচ্ছে ইন্টারলকিং-র কাজ। তার জেরে ১৮ দিন বন্ধ থাকহে একাধিক দূরপাল্লার ট্রেন। শুক্রবারই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন বন্ধ থাকবে।

55

জানা যাচ্ছে, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থেই এই দীর্ঘ ইন্টারলকিং-র কাজ। কিন্তু, যাত্রীদের দুর্ভোগ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই। উৎসব পরবর্তী সময় যখন ভিড় বাড়ে, তখন রেলের এমন সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

Read more Photos on
click me!

Recommended Stories