১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে বহু ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে ভোপাল উইকলি এক্সপ্রেস, দুর্গিয়ানা এক্সপ্রেস, গুরুমুখি এক্সপ্রেস, শিয়ালদহ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। ২৪ অক্টোবর থেকে বাতিল হচ্ছে কোলফিল এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গোয়ালিয়র- হাওড়া চাম্বাল এক্সপ্রেস, হাওড়া-আরা এক্সপ্রেস।