- Home
- West Bengal
- Kolkata
- পুজো সফর হোক ট্রেনে চড়ে, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় রাতভর চলবে ট্রেন, বিশেষ ঘোষণা রেলের
পুজো সফর হোক ট্রেনে চড়ে, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় রাতভর চলবে ট্রেন, বিশেষ ঘোষণা রেলের
দুর্গা পুজো উপলক্ষে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় রাতভর অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করল রেল। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিয়ালদহ উত্তর শাখায় ১৯টি ও দক্ষিণ শাখায় ১২টি অতিরিক্ত ট্রেন চলবে।

আজ চতুর্থী। সকলেরই পুজোর প্রস্তুতি তুঙ্গে। কেউ কেউ আবার শুরু করে দিয়েছে পুজোর পরিক্রমা। তেমনই আবার অনেকে এখনও ভেবে যাচ্ছেন কীভাবে যাবেন ঠাকুর দেখতে। সুখবর রইল তাদের জন্য। এবার পুজো সফর হোক ট্রেনে চড়ে, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় রাতভর চলবে ট্রেন, বিশেষ ঘোষণা রেলের।
বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাতভর মোট ৩১টি বাড়তি ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় চলবে ১৯টি ও দক্ষিণ শাখায় ১২টি।
পুজোর ভিড় সামলাতে নয়া উদ্যোগ নিল রেল। পঞ্চমী থেকেই বাড়তি আরপিএফ নামছে হাওড়া ও শিয়ালদহ-তে। এরই সঙ্গে চলবে একগুচ্ছ বাড়তি ট্রেন। জেনে নিন বিস্তারিত।
শিয়ালদহ উত্তর শাখায় রানাঘাট-শিয়ালদহ রুটে বাড়তি ৬টি ট্রেন চলবে। এর মধ্যে ২টি শিয়ালদহ-রানাঘাট, ২টি নৈহাটি-রানাঘাট ও ২টি শিয়ালদহ-নৈহাটি লোকাল। ট্রেনগুলো চলবে রাত ৯.৪০ থেকে ভোর ৩.১০ পর্যন্ত। তেমনই শিয়ালদহ-কল্যাণী শাখায় বাড়তি ৪ ট্রেন চলবে রাত ৯.১০ থেকে রাত ২.৫৫ পর্যন্ত।
রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর শাখায় বাড়তি ৫টি ট্রেন আছে। যা চলবে রত ১১.৪৫ থেকে ভোর ৪.৫৫ পর্যন্ত। বনগাঁ-বারাসত-শিয়ালদহ শাখাতেও বাড়িতি ৪টি ট্রেন চলবে। সেগুলো রাত ১০.২০ থেকে ভোর ৪.৩০ পর্যন্ত চলবে।
তেমনই শিয়ালদহ দক্ষিণে বাড়ল ট্রেন। শিয়ালদহ-বারুইপুর পর্যন্ত চলবে বাড়তি ৬টি ট্রেন। রাত ১১.৪০ থেকে ভোর ৪,৩০ পর্যন্ত চলবে। শিয়ালদহ-বজবজ লাইনে রাত ১১.৩০ থেকে ভোর ৩.৪০ পর্যন্ত চলবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে বাড়ত পরিষেবা।

