মান-অভিমান কাটিয়ে ভোট বৈতরণী পারই লক্ষ্য বিজেপির, দিল্লির নেতাদের সঙ্গে বৈঠকে শমীক-শুভেন্দুরা

Published : Oct 04, 2025, 09:10 AM IST

BJP News: পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া। আর সেই লক্ষ্যে উৎসব শেষ হতেই হাতে কলমে কাজ শুরু করে দিয়েছে বিজেপি। দিল্লি থেকে রাজ্যে আসা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত দুই নেতার সঙ্গে হল বৈঠক। 

PREV
15
ভোট প্রস্তুতি শুরু বিজেপি শিবিরে

পুজো শেষ হতে না হতেই বিজেপি শিবিরে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজয় দশমীর পরই দিল্লি থেকে এলেন বিজেপির নেতারা। রাতারাতি বিধাননগরে বিজেপির কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল শুরু হয়ে গেল। উপস্থিতি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। আর ছিলেন রাজ্যে দিল্লির নির্বাচনী দায়িত্বে থাকা বিজেপি নেতারাও।

25
কলকাতায় দিল্লির নেতারা

উৎসব শেষ বিজয় দশমীতে। তারপরদিন অর্থাৎ একাদশীতেই কলকাতায় এলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দিল্লির নেতা ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেব। তাদের সঙ্গেই দলীয় কার্যালয়ে প্রথম বৈঠক সারেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। ছিলেন সুনীল বনসাল ও অমিত মালব্যও।

35
রাজ্য নির্বাচনের দায়িত্ব

এই রাজ্যের নির্বাচন প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে। সহ প্রভারী করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। তাঁদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরাই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের রণকৌশলের ব্লপ্রিন্ট তৈরি করছেন। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তিও বৃদ্ধির চেষ্টা করছেন।

45
প্রথম বৈঠক

ভূপেন্দ্র যাদব রাজ্যের নির্বাচনী দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম বৈঠক। সূত্রের খবর প্রথম বৈঠকে শুধুমাত্র পরিসংখ্যান নিয়ে কথা হয়েছে। সংগঠন ও নির্বাচনী পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়েছে। গত নির্বাচনগুলি রাজ্যে কোন এলাকায় বিজেপি কেমন ফল করছে তাই নিয়ে আলোচনা হয়েছে।

55
শক্তিশালী সংগঠন

বিজেপি সূত্রের খবর রাজ্যে একাধিকবার বিজেপিকে শক্তিশালী করার জন্য ঢেলে সাজান হয়েছে। আর সেই কারণেই ক্ষোভ অভিমানের পাল্লা এই রাজ্যে বেশি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি সেই ক্ষম মেরামতি করতে চায়। আর সেই গুরুদায়িত্ব রয়েছে ভূপেন্দ্র আর বিপ্লবের ওপর। তাদের নেতৃত্বে আর রাজ্য বিজেপির সহযোগিতায় ভোট বৈতরণী পার হতে মরিয়ে চেষ্টা শুরু করেছে রাজ্য বিজেপি।

Read more Photos on
click me!

Recommended Stories