বিবাহিত মহিলা বিয়ের প্রস্তাবে ‘না’ বলায় পরিবারকে এলোপাথাড়ি কোপ যুবকের! আতঙ্কে পরিবার

বিবাহিত মহিলাকে টাকা ধার নেওয়ার কারণে বিয়ের প্রস্তাব যুবকের। টাকা দিলেও অস্বীকার করতো যুবক। প্রায় চলতো মহিলার পরিবার কে মারধর। গতকাল রাতে হটাৎ অভিযুক্ত ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় মহিলার পরিবারের উপর।

Share this Video

বিবাহিত মহিলাকে টাকা ধার নেওয়ার কারণে বিয়ের প্রস্তাব যুবকের। টাকা দিলেও অস্বীকার করতো যুবক। প্রায় চলতো মহিলার পরিবার কে মারধর। গতকাল রাতে হটাৎ অভিযুক্ত ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় মহিলার পরিবারের উপর। এলোপাথাড়ি হামলা করে বিবাহিত স্ত্রী ও তাঁর স্বামীকে। পরিবারের লোকজন চাঁচামেচি শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় দম্পতিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Related Video