আচমকা নাক-মুখ থেকে ঝরঝর করে পড়তে শুরু করল রক্ত! ভোট শুরুর কয়েক ঘন্টা আগেই শেষ সিআরপিএফ জওয়ান

Published : Apr 19, 2024, 08:56 AM IST
Crpf

সংক্ষিপ্ত

এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে বড়সড় ধাক্কা খেল কোচবিহারের মাথাভাঙা। এদিন আচমকাই ওই জওয়ানের নাম মুখ থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করে। ওই জওয়ানকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তখনও শুরু হয়নি ভোট গ্রহণ। চলছে যাবতীয় প্রস্তুতি। সব রকমের পরিস্থিতির জন্য তৈরি সিআরপিএফ জওয়ানরা। আজ কোচবিহারে ভোটের জন্য সবথেকে বেশি ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪,৫২০ জন রাজ্য পুলিশও রাখা হয়েছে। পাশাপাশি কোচবিহারে ৪৭টি, আলিপুরদুয়ারে ২৩টি, জলপাইগুড়িতে ১৩টি, শিলিগুড়িতে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। রাজ্য পুলিশের মোট ১২,৩১০ জন কর্মীও নিযুক্ত রয়েছে। গোটা ঘটনার ওপর নজরদারি চালাচ্ছে কমিশন।

তারই মধ্যে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে বড়সড় ধাক্কা খেল কোচবিহারের মাথাভাঙা। এদিন আচমকাই ওই জওয়ানের নাম মুখ থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করে। ওই জওয়ানকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভোট শুরুর দিনই জওয়ানের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ জানতে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাথাভাঙ্গার বাইশগুড়ি হাই স্কুলে তিনি কুইক রেসপন্স টিম বা কিউআরটির দায়িত্বে ছিলেন। রাতে হঠাৎ তাঁর নাক, মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৪২ বছর বয়সি এই জওয়ানের বাড়ি বিহারের নওয়াদা জেলায় বলে জানা গিয়েছে। কোচবিহারে ২০৪৩টি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। কোচবিহারে মোট ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জনের ভোট দেওয়ার কথা। ভোটাধিকার প্রয়োগ করার কথা ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন পুরুষ এবং ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন মহিলা ভোটারের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন