BJP: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে ভোটারকে স্নান করালেন সুভাস সরকার, পাল্টা তোপ তৃণমূলের

সুভাস সরকার এদিন ইন্দপুর ব্লকের কেরালা গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন। সেখানেই প্রবল গরমে সেখানেই এক ব্যক্তিকে চেয়ারে বসা অবস্থাতেই গায়ে মাথায় জল ঢেলে দিলিন সুভাস সরকার।

 

ভোট বড় বালাই! কি না করতে হয় প্রার্থীকে। একে তো এই গরমে ভোট প্রচারে বার হতে হয় তার ওপর আবার থাকে নানান কার্যকলাপ। ভোটের প্রচারে বেরিয়ে এবার এক ভোটারকে স্নান করিয়ে দিয়ে রীতিমত বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাস সরকার। কেরালা গ্রামে প্রচারে গিয়ে অশোক রায় নামের একটি ব্যক্তিকে স্নান করিয়ে দিলেন সুভাষ সরকার। যা নিয়ে রীতিমত কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

সুভাস সরকার এদিন ইন্দপুর ব্লকের কেরালা গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন। সেখানেই প্রবল গরমে সেখানেই এক ব্যক্তিকে চেয়ারে বসা অবস্থাতেই গায়ে মাথায় জল ঢেলে দিলিন সুভাস সরকার। প্রখর গরমে জ্বলছে বাংলা। সেখানে বাঁকুড়ার অবস্থা রীতিমত শোচনীয়। তাপমাত্রার পারদ ৪০ পার হয়েছে। সেখানেই এক ব্যক্তিকে স্নান করিয়েছে। যদিও বিতর্কের মুখে পড়ে রীতিমত সাফাই দিয়েছেন সুভাস নস্কর। তিনি বলেন,'প্রবল দাবদহে পুড়ছে বাঁকুড়া। জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ চলছে। এর মধ্যে কেরালা গ্রামে প্রচার করার সময় হঠাৎ নজরে পড়ে এক ব্যক্তি গাছ তলায় বসে রয়েছে। গরমে কষ্টপাচ্ছেন। ওই ব্যক্তির সামনে ঠান্ডা এক বালতি জল নামানো রয়েছে। দেখে মনে হয় তাঁর স্নান করার ইচ্ছে হয়েছে। তাই তাঁকে স্নান করিয়ে দিলাম। ' নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন বিজেপি প্রার্থী ও বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী।

Latest Videos

 

 

সুভাষ সরকারের এই কাজের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। বাঁকুড়ার সাংগঠনির মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেছেন, সুভাস সরকার যা করেছেন সেটা মানবিকতার খাতিরে করে থাকতেই পারেন। কিন্তু তা নিয়ে এত জাহির করার কী আছে। তিনি আরও বলেছেন, 'আসলে সবই নাটক। রাজনৈতিক জমি হারিয়ে এখন তিনি জুকো পালিশ করে আবারও অন্যকে স্নান করিয়ে তা জাহির করছেন। ' তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছেন, 'গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের জন্য তিনি কিছুই করেননি। তাই ভোটের সময় নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। এর পর ওকে ক্ষুর আর কাঁচি নিয়ে লোকের চুল দাড়ি কেটে বেড়াতে হবে।'

আরও পড়ুনঃ

ভোটের মুখে মোদীর তীব্র সমালোচনা রণবীর সিং-এর মুখে! ভিডিওতে দেখুন ডিপফেট প্রযুক্তির কারসাজি

Health Tips: প্রবল এই গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, দেখুন ছবিতে

TMC Vs TMC: তবে কি শেষ হল তৃণমূলের 'তাজা নেতা'র জমানা? আরাবুলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত দলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর