
North Bengal SIR News: জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা ভোটার তালিকায়। ঘটনায় এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পুরসভার ২ নং ওয়ার্ডের নন্দলাল রাম জীবিত রয়েছেন। কিন্তু খসড়া ভোটার তালিকায় তিনি মৃত। এতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বিজেপি নেতৃত্ব এতে কোনরকম ভয়ের কারণ নেই বলেই জানিয়েছেন। সংশোধনীর আরও একমাস সময় রয়েছে, তাতেই সংশোধন হয়ে যাবে।
বিজেপির টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক বলেন, ‘’হয়তো কারও ভুলে জীবিত থেকে মৃত হয়ে গিয়েছে। তবে সময় রয়েছে সংশোধন করে নেওয়া সম্ভব।'' তবে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, ‘’রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন এস আই আর হোক, কিন্তু সেটা সঠিকভাবে। তবে বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের গাফিলতিতেই জীবিত ভোটারকে মৃত করে দেওয়া হচ্ছে।'' দুই রাজনৈতিক শিবিরের তরজার মাঝে অবশ্য পিষতে চাইছে না জীবিত ভোটার নন্দ লাল রাম।
তার দাবী, ‘’কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিনা। নিজে হাতে বিএলও-র কাছে এসআইআর-য়ের ফর্ম জমা করেছি। তারপরও কিভাবে মৃত বলে খসড়া তালিকায় আসলো তা বুঝতে পারছি না। এটা শুধরে দিলেই পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবো।''
অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিরাপত্তার দায়িত্বে এ বার কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে বৃহস্পতিবারই চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর শুক্রবার থেকেই রাজ্যের CEO দপ্তরে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি এ দপ্তরের যে কোনও উচ্চপদস্থ আধিকারিক কোথাও গাড়িতে যাতায়াত করলে তাঁদের সঙ্গে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শুধু দফতরেই নয় নিরাপত্তা বাড়ানো হচ্ছে স্পেশ্যাল রোল অবজার্ভারদেরও। তাঁরা যখন এসআইআর এর হিয়ারিংয়ে জেলায় জেলায় যাবেন তখন তাঁদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকবেন জওয়ানরাও এমনটাই খবর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।