
এক এএসআই আত্মঘাতী হওয়ার ঘটনায় শোরগোল পুলিশ মহলে। পুলিশ ক্যাম্পের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এই মৃত্যু পিছনে কি মানসিক অবসাদ নাকি লুকিয়ে রয়েছে অন্য কোন কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার অন্তর্গত মায়াপুর ফাঁড়িতে। জানা গিয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এক পুলিশ অফিসার। এই ঘটনায় শোরগোল নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দেহ উদ্ধার হয় দেবাশীষ গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত ওই এএসআই-এর। তিনি এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন গত কয়েকদিন আগেই। পুলিশ সূত্রে খবর, বীরভুমের নানুরের বাসিন্দা ছিলেন এই পুলিশ অফিসার। বুধবার সকালে মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিনতলায় ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন মায়াপুর ফাঁড়িতে কর্মরত ওই এএসআই ।
এই দৃশ্য দেখে ওই অফিসারকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, এই ঘটনার কথা জানা গিয়েছে বুধবার সকালে । যদিও পুরো ঘটনায় যদি কোনও রকম মামলা দায়ের হয়, তবে তদন্ত করে দেখা হবে। পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে পরিবারে। তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার পিছনে কি রয়েছে অন্য কোন রহস্য।
আত্মঘাতী হওয়া পুলিশকর্মীর এক ছেলে ও এক মেয়ে। জানা গিয়েছে তার মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনা শোনার পর শোকের ছায়া নেমেছে পরিবারে। এমন ঘটনার কথা শুনে হতবাক প্রতিবেশীরাও। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, মায়াপুর ফাঁড়িতে কর্মরত ছিলেন দেবাশীষ গড়াই। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সবরকম প্রক্রিয়া মেনে এগোনো হচ্ছে। কোন বিভাগীয় চাপ তার উপর ছিলনা বলেই জানান পুলিশকর্তা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত এগোনো হবে বলে জানিয়েছেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।