বৃহস্পতিবার রাতে ছেষট্টি বছরের বৃদ্ধ পিনাক সরকারের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ হিসাবে ‘ডেঙ্গি’-র কথা উল্লেখ করেছেন হাসপাতালের চিকিৎসকরা।
ডেঙ্গির প্রকোপ কোনও মতেই থামানো যাচ্ছে না শহর কলকাতায়। বৃহস্পতিবার আরও এক নাগরিকের মৃত্যু হওয়ায় ডেঙ্গির প্রাদুর্ভাব নিয়ে আরও একবার বেড়ে গেল সাধারণ মানুষের আতঙ্ক। একটানা সাত দিন ধরে ডেঙ্গির বিরুদ্ধে লড়াই করেও অবশেষে প্রাণ হারালেন সল্ট লেকের এক বৃদ্ধ।
জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে ১৫ সেপ্টেম্বর কলকাতার ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সল্ট লেকের বাসিন্দা পিনাক সরকার। তাঁর বয়স হয়েছিল ছেষট্টি বছর। চিকিৎসকরা প্রায় এক সপ্তাহ ধরে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও বৃহস্পতিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
বৃহস্পতিবার রাতে পিনাক সরকারের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ হিসাবে ‘ডেঙ্গি’-র কথা উল্লেখ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশের অন্যান্য বহু জেলা থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাবে জর্জরিত সাধারণ মানুষ। বেসরকারি সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮ মাসে পশ্চিমবঙ্গে ডেঙ্গি রোগে মারা গিয়েছেন ৩৫ জন নাগরিক।
আরও পড়ুন-
Viral Video: হাতে ধরা বিষধর সাপের ল্যাজ! 'বাবুরাম সাপুড়ে'-কে হেসেখেলে টেক্কা দিতে পারেন এই ডানপিটে কন্যা
ভুঁড়ি কমানোর জন্য রোজ উপুড় হয়ে ঘুমোচ্ছেন? জেনে নিন কোন কোন রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে
Ganesh Puja: 'তুমিই বন্ধু, তুমিই ত্রাতা...' উর্দু সাহিত্যেও পূজিত হন ভগবান শ্রী গণেশ