কিসব কথা লেখা পোস্টারে, সঙ্গে ব্রাত্য বসুর ছবি! 'সন্ধান' চেয়ে তাঁরই পাড়ায় পড়ল পোস্টার

Published : Mar 07, 2025, 04:17 PM IST
bratya basu poster

সংক্ষিপ্ত

লেকটাউন, কালিন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকাজুড়ে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সেঁটে দেওয়া হয়েছে ব্রাত্য বসুর বিরুদ্ধে পোস্টার। যেখানে লেখা, 'ওয়ান্টেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক।’ 

যাদবপুর কান্ডের আঁচ এসে পড়ল শিক্ষামন্ত্রীর পাড়ায়। চতুর্দিকে পড়ল ব্রাত্য বসুর ছবি ছেপে ওয়ান্টেড লেখা পোস্টার। পোস্টার ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। কালিন্দী ভাটিকা মার্কেটের সামনে এবং ব্রাত্য বসুর বাড়ির ঢিল ছড়া দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি ছাপানো পোস্টার পড়েছে। কালিন্দী এলাকায় পোস্টারে লেখা আছে ওয়ান্টেড, যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। উপরে লেখা এসএফআই।

প্রসঙ্গত, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওয়েবকুপার তরফে বৈঠকেই যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে ছাত্র বিক্ষোভের জেরে বৈঠকে যোগ দিতে পারেন নি। অভিযোগ, ছাত্রদের হাতে আক্রন্ত হতে হয় ব্রাত্য বসুকে। পড়ুয়াদের পাল্টা অভিযোগ, যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায় মন্ত্রীর গাড়িতে ধাকা লেগে গুরতর আহত হয়েছে। যাদবপুর কাণ্ডে প্রতিবাদের সুর তীব্র করছে বাম ছাত্র সংগঠন এসএফআই। আর এবার ব্রাত্য বসুর পাড়ায় পাড়ায় ‘ওয়ান্টেড’ পোস্টার ছেয়ে গিয়েছে এসএফআইয়ের তরফ থেকে।

জানা যাচ্ছে, লেকটাউন, কালিন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকাজুড়ে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সেঁটে দেওয়া হয়েছে ব্রাত্য বসুর বিরুদ্ধে পোস্টার। যেখানে লেখা, 'ওয়ান্টেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক।’ আর সেই পোস্টারে রয়েছে শিক্ষামন্ত্রীর ছবি। শুধু তাই নয়, সেই পোস্টারে আরও লেখা হয়, “সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান।”

এলাকাবাসীদের একাংশ এই দৃশ্য দেখে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। তাদের দাবি, কি করেছেন উনি । কেন তার ছবি ছেপে ওয়ান্টেড লেখা হল। তিনি কি কাউকে মেরেছে না চুরি করেছে? এই ঘটনায় সিপিএমের প্রতি ক্ষোভপ্রকাশ করে এক বয়স্ক বাসিন্দা বললেন, এদের গোটা বাংলা চেনে। এইসব কারণে একটাও সিট জিততে পারেনা। কয়েকদিন আগে আরজিকর নিয়ে করল, ফ্লপ হতেই এবার যাদবপুর নিয়ে নোংরামি করছে। এই ঘটনা সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

PREV
click me!

Recommended Stories

BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব
জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা