হাই ভোল্টেজ সভায় নাম না করে শুভেন্দুকে নিশানা, টেন্ডার দুর্নীতি থেকে বিস্ফোরণ নিয়ে সরব অভিষেক

শনিবার কাঁথিতে দাঁড়িয়ে তিনি বলেন ডিসেম্বরেই মেদিনীপুরের কলঙ্ককে বিতাড়িত করতে হবে। অভিষেক বলেন, '২০১৫ সালে ১ কোটি ১৫ লাখ টাকার টেন্ডার বেরিয়েছিল। গার্লস হস্টেলের টেন্ডার হয়েছিল এই কলেজরই।

শুভেন্দু অধিকারী। এই নামটাই বারবার উঠে এল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিযেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথির জনসভার মঞ্চে। লোকে লোকারণ্য সভায় দাঁড়িয়ে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। পরিষ্কার জানিয়ে দিলেন বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবে পূর্ব মেদিনীপুর। তিনি বলেন সবার সামনে উলঙ্গ করার কথা। সবার সামনে উলঙ্গ করে দেব। মানুষের সামনে উলঙ্গ যদি না করতে পারি, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।' শুভেন্দুর উদ্দেশে তোপ দাগলেন টেন্ডার দুর্নীতি নিয়ে।

শনিবার কাঁথিতে দাঁড়িয়ে তিনি বলেন ডিসেম্বরেই মেদিনীপুরের কলঙ্ককে বিতাড়িত করতে হবে। অভিষেক বলেন, '২০১৫ সালে ১ কোটি ১৫ লাখ টাকার টেন্ডার বেরিয়েছিল। গার্লস হস্টেলের টেন্ডার হয়েছিল এই কলেজরই। ৮৫ লাখ টাকার বেশি পেমেন্টও হয়েছিল। কিন্তু তরুণিতা এন্টারপ্রাইজকে টেন্ডার ছাড়া অর্ডার দেওয়া হয়। একটা কনট্রাক্টর ও ইঞ্জিনিয়াকে দিয়ে নেক্সাস চালিয়েছে। একটা কন্ট্রাক্টরই সব জায়গায় কাজ পেয়েছে। ১৫ দিন সময় দিলাম। এই কলেজের মাঠেই ফের সভা হবে। তোমার খাতা তুমি নিয়ে আসবে, আমি আমার খাতা নিয়ে আসব। সবার সামনে উলঙ্গ করে দেব তোমায়।'

Latest Videos

অভিষেক তোপ দাগেন অক্টোপাসের মাথা হচ্ছে শান্তিকুঞ্জ। সিবিআই, ইডি, এনআইএ-র নাম করে বেল করিয়ে দেবে বলে টাকা তুলছে। দুর্নীতি করে পিঠ বাঁচাতেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। প্রশ্ন ছুঁড়ে দেন, 'টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে?' শুধু টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ-ই নয়, বিজেপির ডিসেম্বর ধামাকাকেও এদিন ঠুকেছেন অভিষেক। বলেন, 'যে বোমা কাঁথিতে ফেটেছে তার লক্ষ্য ছিলাম আমি। এবার বুঝলাম ডিসেম্বর ধামাকা কী!'

কাঁথিকে অধিকারী গড় বলা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। সাফ জানান, 'এটা তৃণমূলের গড়।' তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তীব্র সমালোচনা, ‘কথায় কথায় বলেন, তাঁর পরিবার ব্রিটিশদের তাড়িয়েছে। আর তিনি অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যারা ব্রিটিশদের দালালি করেছিল, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন?’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ‘শালীনতা ছাড়িয়ে আমার স্ত্রী, সন্তান, শ্যালিকাকেও আক্রমণ করছেন।’

শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দেওয়ার পর এখানে তৃণমূলের ভোট বেড়েছে বলে দাবি করেন তিনি। বিজেপির ডিসেম্বর ধামাকাকেও এদিন ঠুকেছেন অভিষেক। বলেন, 'যে বোমা কাঁথিতে ফেটেছে তার লক্ষ্য ছিলাম আমি। এবার বুঝলাম ডিসেম্বর ধামাকা কী!' প্রসঙ্গত, অভিষেকের সভার আগে ভূপতিনগরে বোমা ফেটে তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জনের মৃত্য়ু হয়েছে। এদিন কাঁথির সভামঞ্চ থেকে বিজেপির ডিসেম্বর ধামাকার পালটা তৃণমূলের 'বেইমান তাড়াও' কর্মসূচির ঘোষণা করেন অভিষেক।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News