অভিষেক উপ-মুখ্যমন্ত্রী হতে ভোটে লড়বেন নন্দীগ্রামে? সুকান্ত মন্তব্যে জল্পনা TMC-BJP শিবিরে

Published : Dec 01, 2025, 10:54 AM IST

বিধানসভা নির্বাচনের এখনও বাকি রয়েছে বেশ কয়েক মাস। কিন্তু তারই মধ্যে হটসিট নন্দীগ্রাম। কে প্রার্থী হবেন নন্দীগ্রামে তাই নিয়ে তৃণমূল-বিজেপি দুই শিবিরেই জল্পনা তুঙ্গে। এবার উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 

PREV
15
অভিষেক বন্দ্য়োপাধ্যায়

বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তেমনই জল্পনা বিজেপির অন্দরে। কারণে তাঁকে নিয়ে বিজেপির দুই শীর্ষনেতার তেমনই মন্তব্য। যা বিজেপি শিবিরের অন্দরে জল্পনা বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও কানাঘুষো শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন ডায়মন্ডহারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

25
নন্দীগ্রামে অভিষেক প্রার্থী?

নন্দীগ্রামে অভিষেক তৃণমূল কংগ্রেস প্রার্থী? শুভেন্দু ও সুকান্তের মন্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে তাঁকে কেউ ভোট দেবে না। এবার সেই প্রসঙ্গ তুলে আনলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তাই তাঁর কথার রেশ ধরেই জল্পনা শাসক ও বিরোধী শিবিরে।

35
সুকান্ত মজুমদারের মন্তব্য

কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, 'আমার কাছে খবর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবার নন্দীগ্রাম আসনে দাঁড়াবেন। সেইজন্যই নিজের পোঁ ধরা পুলিশ অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওঁর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সেই উপমুখ্যমন্ত্রীহওয়ার জন্যই তিনি নন্দীগ্রাম বিধানসভা আসনে লড়াই করবেন।'

45
টার্গেট মমতা

এখানেই শেষ নয়, তারপরই সুকান্ত মজুমদার বলেন, 'আমরা এবার ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্য়ায় যেখানেই দাঁড়়াবে সেখানেই তাঁকে হারাব।' গত বিধানসভা নির্বাচনে নিজের চৌহদ্দি ছেড়়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দুর কাছে তিনি হেরে যান। তরপর ভবানীপুর কেন্দ্রে লড়াই করেছিলেন।

55
তৃণমূলের জবাব

অভিষেক বা মমতা এই বিষয়ে এখনও কিছুই বলেননি। তবে তৃণমূল কংগ্রেস নেতা ও মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, 'বিজেপির শীর্ষ নেতৃত্ব লোকসভার ফলের পর শুভেন্দুকে অপছন্দের তালিকায় ফেলে দিয়েছেন। তাই নন্দীগ্রামের বুকে পঞ্চায়েতেও তৃণমূল জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভন্দু অধিকারীর সামনে বড় চ্যালেঞ্জ আসন ধরে রাখা। আর ওইখানে অভিষেক-মমতাকে লাগবে না। একজন বুথস্তরের তৃণমূল নেতাও জিতে যাবে। '

Read more Photos on
click me!

Recommended Stories