টেসলা ও স্পেশএক্স-এর সিইও ইলন মাস্কের সঙ্গী অর্ধ-ভারতীয়। জেরোদার প্রতিষ্ঠাতা নিখিল কামাথ-এর পডকাস্ট 'WTF is'-এ উপস্থিত হয়ে তেমনই জানালেন ইলন মাস্ক। তিনি আরও জানিয়েছেন, ছেলের নামের মধ্যেও রয়েছে ভারতের ছোঁয়া
টেসলা ও স্পেশএক্স-এর সিইও ইলন মাস্কের সঙ্গী অর্ধ-ভারতীয়। জেরোদার প্রতিষ্ঠাতা নিখিল কামাথ-এর পডকাস্ট 'WTF is'-এ উপস্থিত হয়ে তেমনই জানালেন ইলন মাস্ক। তিনি আরও জানিয়েছেন, ছেলের নামের মধ্যেও রয়েছে ভারতের ছোঁয়া। তিনি বলেছেন, তাঁর এক ছেলের নামেও রয়েছে ভারতের ছোঁয়া। তিনি জানিয়েছেন ভারতীয়-মার্কিন পদার্থবিদ ও নোবেল জয়ী সুব্রাহ্মণ্যম চন্দ্রশেখরের নামেই ছেলের নামের মধ্যে রয়েছে শেখর নামটি। ইলন মাস্ক বলেছেন, 'আপনি এটা জানেন কিনা আমি নিশ্চিত নই, তবে আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। একই সঙ্গে আমার এক ছেলে, তাঁর মধ্য নাম চন্দ্রশেখরের নামানুসারে শেখর।'
পডকাস্টে খোলামেলা ইলন মাস্ক। তিনি নিজের শৈশবরের কথাও বলেন। সঙ্গী শিভন জিলিসের কথাও বলেন। সঙ্গীর পূর্বপুরুষদের কথাও বলেন। তিনি বলেন, 'শিভন কানাডায় বড়় হয়েছে। শিশু অবস্থায় তাঁকে দত্তক নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় তাংর বাবা বিশ্ববিদ্যালয়ের একজন এক্সচেঞ্জ ছাত্র ছিলেন, অথবা এরকম কিছু।' তিনি আরও বলেছেন, এরবেশি তিনি বিশেষ কিছু জানেন না। কিন্তু শিভন জিলিসকে যে দত্তক নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল সেসম্পর্কে তিনি নিশ্চিত। আর শিভন কানাডায় বড় হয়েছে তাও তিনি জানেন।
শিভন সম্পর্কে ইলন
শিভন জিলিস ২০১৭ সালে ইনল মাস্কের কোম্পানি নিউরালিং-এ যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি অপারেশন ও স্পেশাল প্রজেক্টের পরিচালক। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি আর দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। শিভন জিলিস ইলন মাস্কের যমজ স্ট্রাইডার, আজুর , মেয়ে আর্কেডদিয়া, ছেলে সেলডন লাইকারগাস-সহ চার সন্তান রয়েছে।
নিখিল কামাথের পডকাস্টে উপস্থিত হয়ে ইলম মাস্ক ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। তিনি বলেন, আমেরিকা প্রতিভাবান ভারতীয়দের থেকে প্রচুর উপকার পেয়েছে। 'আমেরিকা ভারতের প্রতিভার এক বিরাট সুবিধেভোদী। কিন্তু এখন তা বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। '
ইলন মাস্ক যখন ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ তখন মার্কিন মুলুকে রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে ভারতীয়রা। ভিসার ঝামেলায় জেরবার হতে হচ্ছে তাঁদের। ট্রাম্পের নীতিতে রীতিমত নাকানিচোবানি খেতে হচ্ছে তাঁদের।


