মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর পর এবার নিজের জন্মদিনে ছকভাঙা পোশাকেই নজর কাড়লেন অভিষেক।
310
নজরকাড়া পোশাক
কালো গোল গলা টিশার্ট, ডেনিং জিন্স, আর চোখে রোদচশমা। গলায় সোনার চেন। রীতিমত হস ফ্যাশানে প্রকাশ্যে এলেন অভিষেক।
410
চোখের সমস্যা
চোখের অপারেশনের জন্য তিন মাসের বিরতি নিয়েছিলেন পুরোদস্তুর রাজনীতি থেকে। এই নিয়ে সাত বার চোখের অপরেশন হল। কিন্তু এখনও চোখ পুরোপুরি সারেনি। সোশ্যাল মিডিয়ায় তেমনই বার্তা অভিষেকের।
510
অনুগামীদের শুভেচ্ছা
জন্মদিনে রাস্তায় নেমে এসে অনুগামীদের শুভেচ্ছা গ্রহণ করলেন অভিষেক। আমজনতার কাছে নিয়ে যাওয়ার দুর্দান্ত প্রয়াস। এর আগে নব জোয়ার যাত্রায় এমনটই করেছিলেন অভিষেক।
610
বাংলার রাজনীতিতে নতুন
এভাবে জন্মদিন পালন বাংলার রাজনীতিতে প্রায় নতুন বললে খুব একটা ভুল হবে না। কারণ এরা আগে কোনও রাজনীতিবীদকেই এভাবে জন্মদিনে অনুগামীদের মাঝে আসতে দেখা যায়নি।
710
তৃণমূলে উৎসহ
অন্যদিকে জন্মদিন নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও ছিল যথেষ্ট উৎসহ। মন্ত্রী পার্থ ভৌমিক সহ অনেকেই অভিষেকের জন্মদিন সেলিব্রেট করেন।
810
কাজল শেখের উদ্যোগ
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। ১১টি কেক কাটেন। পুজো দেন অভিষেকের নামে।
910
জন্মদিনে বার্তা
জন্মদিনে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বড় বার্তা দিয়েছেন। বলেছেন, খুব তাড়াতাড়ি হতে পারে তৃণমূল কংগ্রেসের রদবদল।
1010
কাজেই জোর
অভিষেক বলেছেন, আসল কথা হল পারফরমেবন্স। তৃণমূল নেতার কথায়, 'কে কতটা কাজ করছে, তা কতটা কার্যকরী- তা দেখেই বিচার করা হবে।'