স্ত্রীকে ছাড়ার ১৫ মিনিটের মধ্যে নোটিশ, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভয়ে কেন্দ্রীয় সংস্থা লাগাচ্ছে বলে সরব অভিষেক

অভিষেক বলেন, তাঁর জনসংযোগ যাত্রায় ব্যাঘাত ঘটাতে চাইছে বিজেপি। তিনি আরও বলেন তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিয়ে সক্রিয় ছিলেন, রাতে ক্যাম্পে কাটিয়েছেন। এই কর্মসূচি শেষের পরে পঞ্চায়েত নির্বাচন- তাতে তিনি প্রচারে অংশগ্রহণ করবেন।

 

 

স্ত্রীকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে নোটিশ পাঠান হয়েছে। নদিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন এই তলবের বিষয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের কোনও দোষ নেই। কেন্দ্রের বিজেপি সরকার তাদের হেনস্থা করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন। তিনি বলেন এদিন পঞ্চায়েত ভোট ঘোষণা করা হয়েছে। এদিনও তাঁকে তলব করা হয়েছে। এটা মোটেও কাকতালীয় নয়। তিনি আরও বলেন ১৬ জুন যাত্রা শেষ হবে। তারপরই তিনি যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আগামী একমাস তাঁর হাতে ৯-১০ ঘণ্টা অপচয় করার সময় সময় তাঁর হাতে নেই। তিনি বলেন ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন, তারপরে তাঁকে কেন্দ্রীয় সংস্থা যখন আসতে বলবে তখনই তিনি পৌঁছে যাবেন।

Latest Videos

অভিষেক বলেন, তাঁর জনসংযোগ যাত্রায় ব্যাঘাত ঘটাতে চাইছে বিজেপি। তিনি আরও বলেন তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিয়ে সক্রিয় ছিলেন, রাতে ক্যাম্পে কাটিয়েছেন। এই কর্মসূচি শেষের পরে পঞ্চায়েত নির্বাচন- তাতে তিনি প্রচারে অংশগ্রহণ করবেন। তাই ৬ জুলাইয়ের পরে তাঁকে যখনই কেন্দ্রীয় সংস্থা ডাকবে তখন তিনি পৌঁছে যাবেন। তিনি আরও বলেন বিজেপি তাঁর সঙ্গে লড়াই করতে পারছে না , সেই কারণেই ইডি আর সিবিআই পিছনে লাগিয়ে দিচ্ছে।

স্ত্রী রুজিরাকে ইডির তলব করার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর স্ত্রীকে গত বছর জুলাই মাসে তলব করেছিল , তারপরে ১২ মাস পরে তাঁকে তলব করা হয়েছে। স্ত্রীকে বিমানবন্দরে সমন দেওয়া প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এটা কোনও নিয়ম নয়, হয় বাড়ি গিয়ে সমন দেওয়া। তিনি আরও বলেন, শুধুমাত্র তাঁকে নয়, স্ত্রী ও সন্তানদেরও হেনস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, স্ত্রীকে ছাড়ার মাত্রা ১৫ মিনিটের মধ্যে তাঁকে তলব করা হয়েছে- এর মধ্যে অভিসন্ধি নেই। তিনি আরও বলেন, যখন তখন ডাকলে তিনি যেতে পারবেন না। তিনি পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। আর সেই কারণেই পঞ্চায়েত ভোটের পরে কেন্দ্রীয় সংস্থা ডাকলে তিনি হাজিরা দেবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থার আশ্রয় নিয়ে পঞ্চায়েত নির্বাচনে অংশ গ্রহণ করতে চাইছে। তিনি এদিন সিপিএম ও কংগ্রেসকে একহাত নেন। তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাস চলে তা সিপিএম বাংলায় ঢুকিয়ে দিয়েছে। শুধুমাত্র বাংলা নয় কেরল ও ত্রিপুরাতেও এই রাজনীতি করে সিপিএম। ১০০ দিনের কাজের টাকা বন্ধ এই রাজ্যে- এই নিয়ে সিপিএম বা কংগ্রেস কোনও দিনই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেনি। তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে তাই নিয়ে বিজেপি ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন বিরোধীরা যদি মনোনয়ন দাখিল করতে না পারে তাহলে তাঁকে যেন জানান হয়, তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন বিজেপির হাতে প্রার্থী নেই সেই কারণেই বিজেপি পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে ভয় পাচ্ছে। তারজন্যই যেদিন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার দিনই তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।

অভিষেক বলেন সিবিআই ও ইডির এই হেনস্থা তিনি উপভোগ করছেন। তিনি আরও বলেন তাঁর বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাহলে তাঁকে ফাঁসিতে দেওয়া হচ্ছে না কেন ? সেই প্রশ্নও করেন তিনি। অভিষেক বলেন, তিনি ইডিককে যদি কোনও চিঠি দেন তাহলে তা কী করে বিজেপি নেতাদের হাতে চলে যায় তানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। তিনি প্রধানমন্ত্রীকেও ভোট যুদ্ধে লড়াই করার আহ্বান জানান। অভিষেক বলেন বিজেপির জেতা দূরের কথা, প্রার্থী খুঁজতেও পারবে না।

আরও পড়ুনঃ

পারমাণবিক বিপর্যয়ে তছনছ হবে বিশ্ব, আতঙ্কের প্রহর বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে

স্ত্রী রুজিরাকে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী অভিষেককে নোটিশ ইডির, মঙ্গলবার হাজিরার নির্দেশ

কলকাতায় স্বস্তির বৃষ্টি কবে ? দীর্ঘ টালবাহানের পরে অবশেষে কেরলে পা রাখল বর্ষা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন