৪ ঘণ্টার ম্যারাথন জেরা অভিষেক পত্নী রুজিরাকে, তাঁর জিজ্ঞাসাবাদ করেন দিল্লির দুই কর্তা

বৃহস্পতিবার টানা চার ঘণ্টার জেরা রুজিরাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে এসেছেন কয়েকজন আধিকারিক।

 

 

প্রায় চার ঘণ্টা জেরার পরে ছেড়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। এদিন বেলা ১২টা ৩০ মিনিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজারি দেন। বেলা ৪টে ২০ মিনিটে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান রুজিরা। সবমিলিয়ে প্রায় ৪ ঘণ্টা ইডি-র দফতরে ছিলেন রুজিরা। তবে দফতের ঢোকার সময় তিনি যেমন সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বললেন তেমনই বেরিয়ে যাওয়ার সময়ও কোনও কথা বলেননি। গাড়ি নিয়ে যেভাবে ঢুকেছিলেন সেভাবেই বেরিয়ে যান রুজিরা।

Latest Videos

কলয়া পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। তাঁকে বেলা ১১টা নাগাদ হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়য়েছিল। তবে রুজিরা ১২টারও পরে হাজিরা দেন। সোমবার রুজিরা তাঁর সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন। সেই সময় তাঁকে আটকে দেয় অভিবাসন দফতর। পরে কলকাতা বিমান বন্দরেই তাঁকে তলবের নোটিশ ধরায় ইডি। বিদেশ যাওয়া বন্ধ করে বৃহস্পতিবার ইডির অফিসে হাজিরা দেন রুজিরা।

সূত্রের খবর এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কয়েকজন অধিকারিক এসেছিলেন। তারাই মূলত রুজিরাকে জিজ্ঞসাবাদ করেন। আগে থেকেই প্রশ্নপত্র তৈরি করে রেখেছিল ইডি। সেইমতই জেরা করা হয়। ইডি সূত্রের খবর রুজিরা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার পর পরই দিল্লি থেকে আসা আধিকারিকরাও সেখান থেকে বেরিয়ে যান। তবে কী বিষয়ে এতক্ষণ ধরে জেরা করা হয়েছে তা নিয়ে কেউ এখনও পর্যন্ত মুখ খুলেনি।

অন্যদিকে বৃহস্পতিহার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে রুজিরা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, 'এই নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন না। এটা আমাদের পারিবারিক ব্যাপার।' মমতা আরও বলেন, রুজিরা খুবই ভাল মেয়ে। ও জেরায় ওর নিজের কথাই বলবে। তবে আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় রুজিরাকে জেরা নিয়ে একহাত নেন কেন্দ্রীয় সংস্থার। সোমবারই মমতা বলেন, বিদেশ যাওয়ার আগে রুজিরা ইডির অনুমতি নিয়েছিলেন। তখন কোনও ইডি নিষেধ করেননি। কিন্তু যেই সন্তানদের নিয়ে সেখানে যাচ্ছিল তখনই ইডি নিষেধ করে। এটা ঠিক নয় বলেও দাবি করেন মমতা।

মমতা বন্ধ্য়োপাধ্যায় বলেছিলেন,'ও (রুজিরা) পঞ্জাবি মেয়ে। ওর মা অসুস্থ'। তারপরই মমতা তুলে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেন। বলেন, 'সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছিল। যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে জানিয়ে যেতে হবে। সেইমত রুজিরা ইডিকে অনেক আগেই জানিয়েছিল তার বিদেশ সফরের কথা। তখন ইডি বলতে পারত তুমি যেও না। ' কিন্তু ইডি তাই করেননি বলে অভিযোগ করে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা, তিনি বলেন, 'বিমান বন্দরে দিয়ে রুজিরার হাতে নোটিশ ধরান হয়েছে।' ৮ তারিখের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন, এই ঘটনা খুবই অমানবিক।

আরও পড়ুনঃ

পাকিস্তানের জঙ্গি মাস্ত গুল একটি সুফি মাজার ধ্বংস করে দিয়েছিল, ভাঙতে পারেনি কাশ্মীরের সম্প্রীতি

Mumbai murder: প্রতিবেশীদের তৎপরতায় গ্রেফতার 'খুনি প্রেমিক', এই ৬টি কারণে মীরা রোড খুনের পর্দাফাঁস

কলকাতায় স্বস্তির বৃষ্টি কবে ? দীর্ঘ টালবাহানের পরে অবশেষে কেরলে পা রাখল বর্ষা

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar