Abhishek Banerjee:'বিরিয়ানি, অ্যালকোহলের বাজেট অতিক্রান্ত, তাই লোক ধরে রাখতে পারেনি...', অভিষেককে তোপ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের

Published : Oct 10, 2023, 12:01 PM IST
Image of Priyanka Tibrewal

সংক্ষিপ্ত

সোমবার তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সেক্রেটারি।

প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ভাষায় কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সেক্রেটারি। সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু ২৪ ঘণ্টার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অন্যান্য সিনিয়র নেতাদের পরামর্শ অনুযায়ী, আমরা পশ্চিমবঙ্গের জন্য এমজিএনআরইজিএ এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য তহবিল বরাদ্দনিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যাহার করছি।' এবার তৃণমূল সেনাপতির কথা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা।

 

 

সোমবার রাতে পশ্চিমবঙ্গের বিজেপি সেক্রেটারি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেছেন,'অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র ৫ দিনের মধ্যেই ক্লান্ত হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা ২ বছর ধরে রেড রোডে বসে আছেন। আসলে নির্বাচনমূলক প্রতিবাদ করতে চান অভিষেক।' প্রিয়াঙ্কা আরও বলেন,' অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে সেই অর্থ পরিশোধ করতে বলছেন যা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার একবার দিয়েছে। তিনি যদি এমজিএনআরইজিএ আইন পড়েন তাহলে যে যদি অ্যাকাউন্টগুলো কেন্দ্রীয় সরকারকে না দেওয়া হয় তবে সেই অ্যাকাউন্টগুলো না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার তহবিল বন্ধ করতে পারে। বিষয়টা এমন নয়, যে তিনি প্রতিবাদ প্রত্যাহার করেছেন। তিনি সেখানকার জনগণকে ধরে রাখতে পারেননি, তাদের বিরিয়ানি এবং অ্যালকোহলের বাজেট অতিক্রম করেছে।'

 

 

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে