“এক সপ্তাহের মধ্যে মুখোশ খুলব" এবার বড় হুঁশিয়াড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Published : May 01, 2024, 03:33 PM IST
abhishek banerjee gives big warnings to reveal new documents

সংক্ষিপ্ত

এবার বড় হুঁশিয়াড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! কী বললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড?

এবার বড় হুঁশিয়াড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক লিখেছেন, “এক সপ্তাহের মধ্যে মুখোশ খুলব। বাংলার মা, বোনেদের কী ভাবে আপমান করেছে! বাংলাকে কলুষিত করেছে! সব তথ্য আছে আমার কাছে। আমার হাতে। আমি কোনও বোমা ফাটাই না। কোনও তারিখ বলি না।”

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা থেকেও সোচ্চার ছিলেন অভিষেক। তিনি জানান, “ভোটের পর যাদের খুঁজে পাননি। তাঁদের একটিও ভোট দেবেন না। যাঁরা মানুষের খোঁজ নেয় না। এই নির্বাচন তাদের জবাব দেওয়া নির্বাচন।”

একইসঙ্গে কেন্দ্রকে সরাসরি তোপ দেগে অভিষেক কটাক্ষ করেন, “১০০ দিনের টাকা আটকে রেখেছে। দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছি। নব জোয়ারের সময় মায়েরা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে। বাড়ানো হয়েছে। আর প্রধানমন্ত্রী মানুষ জনকে লাইনে দাঁড় করিয়েছে, কালো টাকা উদ্ধারের জন্য।”

PREV
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য