বড় খবর! উদ্ধার হওয়া কোটি কোটি টাকা আসলে কার? আদালতে নাম জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

এতদিন অর্পিতাকে নিয়ে বিশেষ কিছু বলতে চান নি পার্থ চট্টোপাধ্য়ায়। মুখে কুলুপই এঁটে ছিলেন। ২০২৪ সালে এসে এবার ‘বান্ধবী’ অর্পিতাকে নিয়ে আদালতে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেল হয় পার্থর। সেই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

এতদিন অর্পিতাকে নিয়ে বিশেষ কিছু বলতে চান নি পার্থ চট্টোপাধ্য়ায়। মুখে কুলুপই এঁটে ছিলেন। ২০২৪ সালে এসে এবার ‘বান্ধবী’ অর্পিতাকে নিয়ে আদালতে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জানিয়ে দিলেন “অর্পিতার সঙ্গে পরিচয় ছিল ঠিকই কিন্তু তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আমার নয়।” এর আগে অবশ্য অর্পিতাকে চেনেন না বলেই ইডি জেরায় জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Latest Videos

প্রায় ২ বছর হতে চলল জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল।

গতবারের লোকসভা নির্বাচনের সময়ও জেলায় জেলায় ঘুরে ঘুরে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। তখন তাঁর দাপটে বাঘে গরুতে একঘাটে জল খেত। আর ২১ সালের বিধানসভা নির্বাচনের পর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একাধিকবার জামিনের আর্জি করা হলেও তাঁকে জেলেই কাটাতে হয়েছে। তাঁর জেল যাত্রার পর এই প্রথম কোনও বড় আকারের নির্বাচন সংগঠিত হচ্ছে। কিন্তু সেখানে কোথাও নেই তিনি।

২২ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন তিনি। একই সময় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু’দফায় প্রায় ৫১ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই থেকেই জেলবন্দি পার্থ-অর্পিতা। যদিও দুজনেই বহুবার নিজেদের নিরপরাধ বলে দাবি করেছেন তারা। তবে লাভ বিশেষ হয়নি।

চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury