ই প্রথম তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক
আজই হয়ে যাবে এসপার-উসপার! নতুন দল খোলার হুঁশিয়ারি দেওয়ার পর এই প্রথম তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিধায়ক হুমায়ুন কবীর। কলকাতার ক্যামাকস্ট্রিটে অভিষেক নিজের অফিসে যে বৈঠক ডেকেছেন, সেখানে হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন বলেও সূত্রের খবর। প্রশ্ন এদিনের বৈঠকেই কী 'বিদ্রোহী' বিধায়ক হুমায়ুন কবীর বোঝাপড়া সেরে নেবেন নাকি দল থেকে বেরিয়ে যাবেন? তাই নিয়ে উঠছে প্রশ্ন।
25
অভিষেকের বৈঠক
জেলার নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খাতায় কলমে তিনি এখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। উত্তরবঙ্গের চার জেলার নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। সোমবার বৈঠকে ডেকেছেন উত্তর দিনাজপুর, বহরমপুর, মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের। সেই বৈঠকেই হুমায়ুন-সহ তিন জেলার বিধায়কদেরও উপস্থিত থাকার কথা।
35
হুমায়ুনের ডেডলাইন
হুমায়ুন কবীর হুমকি দিয়েছিলেন দিন কয়েক পূর্বেই নতুন দল খোলার হুমকি দিয়েছিলেন। তিনি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন ১৫ অগস্ট পর্যন্ত। ওয়াকিবহাল মহলের ধারণা তাঁর বেঁধে দেওয়া ডেডলাইনের পূর্বেই তাঁর সঙ্গে বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই বোঝাপড়ার একটা জায়গা রয়েছে।
দিন কয়েক পূর্বেই হুমায়ুন কবীর বলেছেন, তিনি নতুন দল খুলবেন। তবে তা মুর্শিদাবাদ কেন্দ্রীক নয়, তিনি দল খুলতে চান মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ নিয়ে দল খুলতে চান। তাঁর দলে সংখ্যাগরিষ্ঠ থাকবে মুসলিম সম্প্রদায়ে মানুষই। তেমনও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবীর।
55
হুমায়ুনের বার্তা
বৈঠকের বার্তা পেয়ে হুমায়ুন বলেছেন, 'সর্বভারতীয় সাধারণ সম্পাদক ১০ দিন আগেই এই বৈঠকের ডাক দিয়েছেন। তাই যাব না এমনটা হতে পারে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। ' এর পর তিনি অবশ্য নিজের নতুন দল খোলার প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গিয়েছেন।