
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল অভিষেক বন্দ্যোাপাধ্য়ায়ের ছবি। রীতিমত ঝড় তুলল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের ছবি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জিমের একটি ছবি দিয়েছেন। তাতে রীতিমত মাচো লুকে অভিষেক। অনেকেই দাবি করেছেন, অভিষেক জিমে হার্ড ওয়ার্ক করার পরই ছবিতে তুলেছেন। সেটি মিরর ইমেজ। আর অভিষেকের এই ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে ওয়ার্কআউট করার পরের কোনও ছবি তোলা হয়েছে। তাতে সিলিভলেস টিশার্ট পরা অবস্থায় রয়েছেন অভিষেক। জিমের পোশাক পরে ছবিটি তুলেছেন। পুরো পোশাকই সাদা। অভিষেকের এই ছবিতে মনে হচ্ছে তাঁর বয়স অনেকটাই কমে গিয়েছে। দেখুন সেই ছবি-
দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি সেলের প্রধান। তিনি জানিয়েছেন, অভিষেক রাজনীতির মিথ ভেঙে দিয়েছেন। তিনি আরও বলেছেন, আগে রাজনীতিবিদ মানেই ধুতি পাঞ্জাবি বা কুর্তা পাঞ্জাবি পরা। কিন্তু অভিষেক সেই ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। তিনি আরও বলেছেন, অভিষেক তরুণ সমাজের কাছে আদর্শ।
বিজেপি নেতা সজল ঘোষ অবশ্য দেবাংশুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যারা চাকরি চুরি করছেন, তারা কখনই তরুণ প্রজন্মের কাছে আদর্শ হতে পারে না। তিনি আরও বলেছেন, আন্দোলনকারী শিক্ষকদের পাশে তিনি একদিনও বসতেন তাহলে তিনি তরুণ প্রজন্মের কাছে আদর্শ হতে পারেন।
যাইহোক এই নিয়ে অভিষেক কোনও মন্তব্য করেননি। তবে তিনি যে ওজন কমাচ্ছেন। তিনি যখন প্রথম সাংসদ হল তখন যা ওজন ছিল তার থেকে এখন ওজন অনেকটাই কম। তাতেই স্পষ্ট স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।