
বিপাকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি সেনগুপ্ত। পুজোর মুখে যখন তিনি তাঁর আপকামিং ছবির প্রচারে ব্যস্ত তখনই তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরে। তাঁকে আগামী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল সোমবার। তাঁর সঙ্গে তলব করা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। তাঁকে পরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের দুজনকেই দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
1xbet মামলায় ইডির তলব মিমিকে
প্রাথমিকভাবে জানা গিয়েছে মিমি ও উর্বশীকে ১এক্সবেট (1xbet) অ্য়াপ মামলায় তলব করা হয়েছে। 1xbet অ্য়াপের মাধ্য়মে প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যুক্তি ছিল। তাদের ভূমিকা খতিয়ে দেখতেই তলব করেছে ইডি। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
ইডির করফে জানান হয়েছে, 1xbet এক বেআিনি বেটিং প্ল্যাটফর্ম , যারমাধ্য়মে বিপুর পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ। এই অ্য়াপের প্রচারে য়াঁরা অংশ নিয়েছেন তাঁদের ব্যাঙ্ক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালান হচ্ছে. আপাতত মিমি ও উর্বশীকে তলব করা হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেও ইডি সূত্রের খবর। এই মামলায় একাধিক ব্যক্তির নাম উঠেছে বলেও ইডি সূত্রের খবর।