বিপাকে টিএমসির প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, পুজোর মুখেই দিল্লিতে তলব ED-র

Published : Sep 14, 2025, 05:21 PM IST
mimi chakraborty

সংক্ষিপ্ত

Mimi Chakraborty: মিমি ও উর্বশীকে ১এক্সবেট (1xbet) অ্য়াপ মামলায় তলব করা হয়েছে। 1xbet অ্য়াপের মাধ্য়মে প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যুক্তি ছিল। তাদের ভূমিকা খতিয়ে দেখতেই তলব করেছে ইডি। 

বিপাকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি সেনগুপ্ত। পুজোর মুখে যখন তিনি তাঁর আপকামিং ছবির প্রচারে ব্যস্ত তখনই তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরে। তাঁকে আগামী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল সোমবার। তাঁর সঙ্গে তলব করা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। তাঁকে পরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের দুজনকেই দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

1xbet মামলায় ইডির তলব মিমিকে

প্রাথমিকভাবে জানা গিয়েছে মিমি ও উর্বশীকে ১এক্সবেট (1xbet) অ্য়াপ মামলায় তলব করা হয়েছে। 1xbet অ্য়াপের মাধ্য়মে প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যুক্তি ছিল। তাদের ভূমিকা খতিয়ে দেখতেই তলব করেছে ইডি। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

ইডির করফে জানান হয়েছে, 1xbet এক বেআিনি বেটিং প্ল্যাটফর্ম , যারমাধ্য়মে বিপুর পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ। এই অ্য়াপের প্রচারে য়াঁরা অংশ নিয়েছেন তাঁদের ব্যাঙ্ক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালান হচ্ছে. আপাতত মিমি ও উর্বশীকে তলব করা হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেও ইডি সূত্রের খবর। এই মামলায় একাধিক ব্যক্তির নাম উঠেছে বলেও ইডি সূত্রের খবর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য