পাড়ার দাদাদের গুন্ডামিতে নাজেহাল? সরাসরি ভিডিও করে পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! তৎক্ষনাৎ ব্যবস্থা নেবে পুলিশ, জেনে নিন নম্বর
পাড়ার দাদাদের জ্বালাতনে হিমশিম খাচ্ছেন? তৃণমূলের ছাতার তলায় থেকে নির্যাতন করছে ছেলেরা? তবে এই খবর জানিয়ে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
পাড়ায় গুন্ডামির খবর জানাতে একটি হোয়াটস্যাপ নম্বর দিয়েছেন অভিষেক। এই নম্বরের মাধ্যমেই পাড়ার দাদাদের গুন্ডামির ভিডিও পাঠিয়ে নালিশ জানান যাবে।
সেই ভিডিও তৎক্ষনাৎ পাঠান হবে পুলিশকে। এবার ঘটনা যাচাই করার পরে সত্যতা প্রমাণ হলে পুরস্কৃত করা হবে ভিডিও দাতাকে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভিডিও দাতার সমস্ত সুরক্ষার দায়িত্বও তৃণমূল সরকার নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
পুলিশ যদি দেখে যে অভিযোগটি যুক্তিসঙ্গত তাহলে তার বিরুদ্ধে সুয়োমোটো মামলা করার উদ্যোগ নেওয়া হবে। এই নম্বরের একটি হোয়াটস্যাপ চ্যানেলেও খোলা হয়েছে ইতিমধ্যেই
পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি দেখা যায় সেই অভিযোগটা ঠিকঠাক তবে তার বিরুদ্ধে সুয়োমোটো মামলা করার উদ্যোগ নেওয়া হবে। সেই নম্বরের একটা হোয়াটস অ্যাপ চ্যানেল খোলা হয়েছে।
মূলত দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই সিদ্ধানেত নেওয়া হয়েছে। শনিবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করার পরে
শনিবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করার পরে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে এর আগেও এই হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। তিনি জানান, " দেখা গিয়েছে সাতগাছিয়া সহ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। কোনও মতেই দুর্নীতিকে প্রশয় দেওয়া যাবে না।"
তবে ভুয়ো ভিডিও একেবারেই পাঠান যাবে না। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযোগ জানান যাবে।