সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘এসি লোকাল শান্তিপুর থেকে কৃষ্ণনগর ভায়া নবদ্বীপ ঘাট পর্যন্ত গেলে বিদেশি ভক্তরা ইস্কন মন্দিরে যেতে পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ নদীর উপর একটা ছোট ব্রিজ যেন করে দেন। সেখানে ব্রিজ করে দিলে প্রচুর স্থানীয় ও বিদেশি ভক্ত ইসকন মন্দিরে যেতে পারবে।’ এখন প্রশ্ন উঠছে, সরকার কি এই বিষয়ে কোনও পদক্ষেপ নেবে?