১৫ বছর পরে এত তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেল দেশে! এই রাজ্যেও প্রবেশ করবে খুব তাড়াতাড়ি? রইল দিনক্ষণ

Published : May 24, 2025, 09:29 PM IST

নির্ধারিত সময়ের ৭ দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ২০০৯ সালের পর এই প্রথম এত আগে বর্ষা এলো এবং স্বাভাবিকের তুলনায় ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে।

PREV
17

নির্ধারিত সময়ের ৭ দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। শনিবার এই তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

27

২০০৯ সালের পর এই প্রথম এত আগে বর্ষা দেশে প্রবেশ করল। আসন্ন বর্ষায় স্বাভাবিকের তুলনায় ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

37

স্বাভাবিক নিয়মে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। তবে এই বছর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বর্ষা সময়ের আগেই আসবে, এবং সেই পূর্বাভাস মিলিয়ে শনিবারই কেরলে বর্ষা ঢুকে পড়েছে বলে জানানো হয়েছে।

47

২০০৯ সালে শেষবার ২৩ মে কেরলে বর্ষা এসেছিল। দীর্ঘ ১৫ বছর পর আবার এত আগেই দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা।

57

এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও এবার বর্ষা আগেভাগেই এসেছে। সাধারণত ১৯ মে বর্ষা সেখানে প্রবেশ করে, কিন্তু এবছর ১৩ মে-তেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়ে।

67

কেরলে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে।

77

আবহাওয়া দফতরের মতে, এই ঘূর্ণিঝড়টি আগামী ২৯ মে ওড়িশা থেকে বাংলাদেশ উপকূলের মধ্যে যেকোনও স্থানে আঘাত হানতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories